ডিজিটাল ন্যানো লোন সেবা চালু ব্যাংক এশিয়ার

বিজ্ঞপ্তি
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ২০: ৫৬

উন্নত আর্থিক সেবা দিতে ব্যাংক এশিয়া ডিজিটাল ন্যানো লোন চালু করেছে। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের ব্যাংক এশিয়া টাওয়ারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ন্যানো লোন সেবা কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি প্রত্যক্ষ করেন একজন গ্রাহক মোবাইল ফোনের অ্যাপে থেকে ঋণ আবেদন দাখিল করে তাৎক্ষণিকভাবে বরাদ্দ পেয়েছেন ও ঋণের টাকা গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়েছে। 

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ন্যানো লোন প্রকল্পের প্রধান জিয়াউল হাসান ও সিআইও হোসাইন আহম্মদ, ব্যাংক এশিয়ার প্রযুক্তি সহযোগী ইরা-ইনফোটেকের প্রধান নির্বাহী মো. সিরাজুল ইসলাম, ব্যাংকের এসভিপি কাজী মোরতুজা আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ডিজিটাল ন্যানো লোন প্রকল্পের উদ্বোধন করে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আশা প্রকাশ করে বলেন, ‘ন্যানো লোন প্রকল্পটি ব্যাংকের ঋণ সেবা কার্যক্রমকে দ্রুত সম্প্রসারণের মাধ্যমে একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। প্রাথমিক পর্যায়ে প্রযুক্তিগত ও ব্যবসায়ে যে সব চ্যালেঞ্জ সামনে আসবে সেগুলো সুষ্ঠুভাবে সমাধানের মাধ্যমে ব্যবসা কার্যক্রম সার্থকভাবে এগিয়ে নিতে সব বিভাগের কর্মকর্তাদের একযোগে কাজ করার আহ্বান জানাই।’ 

ব্যাংক এশিয়ায় অ্যাকাউন্ট রয়েছে এমন যে-কেউ মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে ছয় মাস মেয়াদি ন্যানো লোনের আবেদন করতে পারবেন। প্রাথমিক পর্যায়ে ঋণের পরিমাণ হবে ৫০০ থেকে ৫০ হাজার টাকা। ঋণ আবেদনে গ্রাহকের ক্রেডিট স্কোরিং-সম্পন্ন হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ও মেটা ডাটা ব্যবহার করা হবে। আর আবেদন, বরাদ্দ ও বিতরণ প্রতিটি ধাপ সম্পন্ন হবে মোবাইলের ফোনের মাধ্যমে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত