বিজ্ঞপ্তি
দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় ‘পিক-আপ উইক’ নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা নির্দিষ্ট রেস্টুরেন্টে থেকে ন্যূনতম ৫০ টাকার পিক-আপ অর্ডারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি ৯৯৯ টাকার বেশি পিক-আপ অর্ডারে অতিরিক্ত ১৫০ টাকার ছাড় ভাউচারও পাওয়া যাবে। বার্গার কিং, চিজ, ম্যাডশেফ, চিলক্স, ডিগার, আলফ্রেসকো, ওয়াও মোমোসহ আরও কিছু জনপ্রিয় রেস্টুরেন্টে পিক-আপ অর্ডারে বিশেষ এ অফার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
ফুডপান্ডা অ্যাপে পিকআপ সুবিধা থেকে গ্রাহকেরা পছন্দের খাবার প্রি-অর্ডার করে অল্প সময়ে ও সহজে নিজেই রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এ সুবিধায় কোনো ডেলিভারি চার্জ দিতে হয় না এবং রেস্টুরেন্টে খাবার সংগ্রহের জন্য অপেক্ষাও করতে হয় না।
পিক-আপের কান্ট্রি লিড সুজন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি দেশের রেস্তোরাঁ খাতের বিকাশে সেরা দামে সেরা খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার পিক-আপ সুবিধাটি ব্যবহারকারীদের অনলাইন অর্ডারের অভিজ্ঞতাকে আরও সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করার পাশাপাশি সাশ্রয়ী অর্ডারের বাড়তি চাহিদা পূরণেও ভূমিকা রাখবে।’
পিক-আপ সুবিধাটি ব্যবহার করতে ফুডপ্যান্ডা অ্যাপে প্রবেশ করে হোমপেজে প্রদর্শিত অপশন থেকে ‘পিক-আপ’ নির্বাচন করতে হবে। এরপর নিকটস্থ কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট নির্বাচন করে পছন্দের খাবার কার্টে যোগ করতে হবে। তারপর ভাউচার যোগ করে পিক-আপ অর্ডার প্লেস করতে হবে। খাবার প্রস্তুত হলে ব্যবহারকারী একটি নোটিফিকেশন পাবেন এবং সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবারটি সংগ্রহ করতে পারবেন।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডায় ‘পিক-আপ উইক’ নামে বিশেষ একটি ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ক্যাম্পেইন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা নির্দিষ্ট রেস্টুরেন্টে থেকে ন্যূনতম ৫০ টাকার পিক-আপ অর্ডারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি ৯৯৯ টাকার বেশি পিক-আপ অর্ডারে অতিরিক্ত ১৫০ টাকার ছাড় ভাউচারও পাওয়া যাবে। বার্গার কিং, চিজ, ম্যাডশেফ, চিলক্স, ডিগার, আলফ্রেসকো, ওয়াও মোমোসহ আরও কিছু জনপ্রিয় রেস্টুরেন্টে পিক-আপ অর্ডারে বিশেষ এ অফার উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।
ফুডপান্ডা অ্যাপে পিকআপ সুবিধা থেকে গ্রাহকেরা পছন্দের খাবার প্রি-অর্ডার করে অল্প সময়ে ও সহজে নিজেই রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এ সুবিধায় কোনো ডেলিভারি চার্জ দিতে হয় না এবং রেস্টুরেন্টে খাবার সংগ্রহের জন্য অপেক্ষাও করতে হয় না।
পিক-আপের কান্ট্রি লিড সুজন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি দেশের রেস্তোরাঁ খাতের বিকাশে সেরা দামে সেরা খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুডপ্যান্ডার পিক-আপ সুবিধাটি ব্যবহারকারীদের অনলাইন অর্ডারের অভিজ্ঞতাকে আরও সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করার পাশাপাশি সাশ্রয়ী অর্ডারের বাড়তি চাহিদা পূরণেও ভূমিকা রাখবে।’
পিক-আপ সুবিধাটি ব্যবহার করতে ফুডপ্যান্ডা অ্যাপে প্রবেশ করে হোমপেজে প্রদর্শিত অপশন থেকে ‘পিক-আপ’ নির্বাচন করতে হবে। এরপর নিকটস্থ কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট নির্বাচন করে পছন্দের খাবার কার্টে যোগ করতে হবে। তারপর ভাউচার যোগ করে পিক-আপ অর্ডার প্লেস করতে হবে। খাবার প্রস্তুত হলে ব্যবহারকারী একটি নোটিফিকেশন পাবেন এবং সরাসরি রেস্টুরেন্টে গিয়ে খাবারটি সংগ্রহ করতে পারবেন।
ব্লকচেইন প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের প্রুফ অব কনসেপ্ট (পিওসি) সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রিন এলসি সিস্টেমটি বাংলাদেশে স্থানীয়ভাবে তৈরি প্রথম ডিজিটাল ট্রেড প্ল্যাটফর্ম, যেটির মাধ্যমে প্রথম অভ্যন্তরীণ এলসি ইস্যু করেছে প্রাইম ব্যাংক। বাংলাদেশের ট্রেড...
১৩ মিনিট আগেঅনেক বছর ধরে এই দিনের জন্যই তো অপেক্ষা করে ছিলেন আবুল হোসাইন। খুব আয়োজন করে ছেলের বিয়ে দেবেন। অবশেষে সেই দিনটি এল। তাই তিনি চাচ্ছিলেন, বাড়িটা রং করাবেন। কিন্তু রং করানো তো আর সহজ কথা নয়। ব্যাপক প্রস্তুতির ব্যাপার, অন্তত কয়েকবার তো কোটিং করাতেই হবে। আর হাতে বেশি সময়ও নেই, খরচাপাতিও অনেক...
১৫ মিনিট আগেবিশ্বমানের দুগ্ধজাত পণ্য নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কাউবেল’। সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কাউবেল তাদের বিশেষ পণ্যসমূহ উন্মোচন করে। এগুলোর মধ্যে রয়েছে কাউবেল প্রিমিয়াম ফুল ক্রিম মিল্ক। এ ছাড়া কাউবেল মোজারেলা চিজ, কাউবেল চেডার চিজ এবং কাউবেল কাশকাভাল চিজ...
২১ মিনিট আগেটানা দুবারের অভাবনীয় সাফল্যের পর এবারও পবিত্র রমজান মাসে বিশেষ মসজিদ পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ‘পরিচ্ছন্নতাই পবিত্রতা’ নিয়ে এসেছে জনপ্রিয় জীবাণুনাশক ফ্লোর ও সারফেস ক্লিনার লাইজল। এবারও ক্যাম্পেইনটির মাধ্যমে দেশের ১০০টি মসজিদ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা মুসল্লিদের জন্য মসজিদে ইবাদতের অনুকূল...
৩২ মিনিট আগে