Ajker Patrika

গ্রিন ডেলটা ড্রাগনের ‘ট্রাস্ট ডিড’ স্বাক্ষর অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৪১
গ্রিন ডেলটা ড্রাগনের ‘ট্রাস্ট ডিড’ স্বাক্ষর অনুষ্ঠিত

গ্রিন ডেলটা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ডের (জিডিডি ইবিসিজিএফ) ‘ট্রাস্ট ডিড’ স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। জিডিডি ইবিসিজিএফ হলো গ্রিন ডেলটা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের (গ্রিন ডেলটা ড্রাগন) পরিচালনায় প্রথম ওপেন-অ্যান্ড মিউচুয়াল ফান্ড।

ফান্ডটি যৌথভাবে স্পনসর করছে গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন ক্যাপিটাল মার্কেট লিমিটেড। জিডিডি ইবিসিজিএফের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)। আর কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড। 

উল্লিখিত মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক আকার হবে ৫০.০ কোটি টাকা। জিডিডি ইবিসিজিএফের উদ্দেশ্য হলো বাজারের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর (যার মূলধন ৮৫০ কোটি টাকা বা তার বেশি) সিকিউরিটিজে এবং ভবিষ্যতের সম্ভাব্য শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর আইপিওতে বিনিয়োগ করে বার্ষিক ভিত্তিতে বেঞ্চমার্ক ‘ডিএস ৩০’ রিটার্নকে ছাড়িয়ে যাওয়া। 

গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ, ড্রাগন ক্যাপিটাল মার্কেট লিমিটেডের পক্ষে সীমান্ত শাহরিয়ার অনি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ সাইফুদ্দিন চৌধুরী তাঁদের নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে ট্রাস্ট ডিডে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রিন ডেলটা ড্রাগনের বোর্ডের ভাইস চেয়ারম্যান, মো. রফিকুল ইসলাম, পরিচালক ফারজানা চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহবাজ তালাত। এ ছাড়া উপস্থিত ছিলেন গ্রিন ডেলটা ড্রাগন, গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স এবং বিজিআইসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। 

অনুষ্ঠানে সম্পদ ব্যবস্থাপক গ্রিন ডেলটা ড্রাগন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, স্পনসর, ট্রাস্টি, কাস্টোডিয়ান এবং অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। 

গ্রিন ডেলটা ড্রাগনের বোর্ড ডিরেক্টর মিসেস ফারজানা চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি যে দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং জিডিডি ইবিসিজিএফ স্থানীয় জ্ঞান ও দক্ষতা এবং আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনা চর্চার সমন্বয়ে পেশাদারির ভিত্তিতে বিনিয়োগের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে।’

ড্রাগন ক্যাপিটাল গ্রুপের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা ডমিনিক স্ক্রিভেন (ওবিই) বলেন, ‘আমরা জিডিডি ইবিসিজিএফকে স্পনসর করতে পেরে আনন্দিত। আশা করি এই স্পনসরশিপের মাধ্যমে বিশ্বব্যাপী বিনিয়োগ ব্যবস্থাপনায় আমাদের ৩০ বছরের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশের পুঁজিবাজার এবং এর সম্পদ ব্যবস্থাপনা খাতের উন্নয়নে অবদান রাখতে পারব।’

গ্রিন ডেলটা ড্রাগনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহবাজ তালাত বলেন, ‘আমরা স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য আমাদের প্রথম ওপেন-অ্যান্ড ব্লু-চিপ গ্রোথ ফান্ড চালু করতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি, আমাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ পন্থা এবং ইএসজি ফ্যাক্টর বিবেচনায় বিনিয়োগ গ্রহণের মাধ্যমে জিডিডি ইবিসিজিএফ ও এর বিনিয়োগকারীদের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হব।’ 

গ্রিন ডেলটা ড্রাগন হলো গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ড্রাগন ক্যাপিটাল ম্যানেজমেন্ট (এইচকে) লিমিটেড এবং ইকুইনক্স ঢাকা লিমিটেড দ্বারা প্রতিষ্ঠিত একটি যৌথ উদ্যোগ সম্পদ ব্যবস্থাপক। গ্রিন ডেলটা ড্রাগন বাংলাদেশে প্রথম সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, যা বিনিয়োগ বাছাই এবং সিদ্ধান্ত গ্রহণে পরিবেশগত, সামাজিক ও গভর্নেন্স (ইসজি) ফ্যাক্টরগুলো বিবেচনা করে। গবেষণা ও প্রযুক্তিনির্ভর দলগত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উন্নত বিনিয়োগ পণ্য ও সেবা সরবরাহ করার জন্য গ্রিন ডেলটা ড্রাগন বদ্ধপরিকর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত