Ajker Patrika

এমএফএসের অপব্যবহার রোধে পুলিশ-বিকাশের সমন্বয় কর্মশালা

বিজ্ঞপ্তি
এমএফএসের অপব্যবহার রোধে পুলিশ-বিকাশের সমন্বয় কর্মশালা

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে (এমএফএস) অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার রোধে এক কর্মশালার আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ ও বিকাশ। সম্প্রতি রাঙ্গামাটির পলওয়েল পার্ক অ্যান্ড কটেজের অডিটোরিয়ামে এই কর্মশালা হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু ও বিকাশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট এফ এম তন্ময় খান। 

কর্মশালায় অংশ নেন জেলা পুলিশের ১২০ জন তদন্ত কর্মকর্তা। এ সময় অপরাধীদের অবৈধ কার্যক্রম সম্পর্কিত তথ্য ব্যবহার করে কীভাবে তাদের শনাক্ত করা যায় এবং বিচারের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

গ্রাহকদের লেনদেন নিরাপদ রাখতে বিকাশ সমস্ত কার্যক্রম দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোরভাবে পরিচালনা করে। পাশাপাশি বিকাশ এজেন্টদের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে সার্বক্ষণিক তদারকির জন্য এএমএল ৩৬০ অ্যাপ ব্যবহার করে এবং নিয়মের কোনো ব্যত্যয় ঘটলে যথাযথ ব্যবস্থা নেয়। দেশজুড়ে ধারাবাহিক এই কার্যক্রমের অংশ হিসেবেই বিভিন্ন জেলার পর এবার রাঙামাটিতে আয়োজিত হলো কর্মশালাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত