Ajker Patrika

পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে সূচকের বড় উত্থান, ডিএসইতে লেনদেন বেড়েছে ১১৭ কোটি টাকা

দেশের পুঁজিবাজারে আজ বুধবার সূচকের বড় উত্থান হয়েছে। সূচকের উত্থানের পাশাপাশি পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯১৬ দাঁড়িয়েছে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়া সূচক ৫ পয়েন্ট বেড়ে ১৪৯৫ দাঁড়িয়েছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২৪৭৪ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসইতে বুধবার দুই হাজার ৩৬৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের ১১৭ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে ডিএসইতে দুই হাজার ২৪৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে বুধবার ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯২ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত ছিল ৩২ টির শেয়ারের মূল্য।

বুধবার ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, লাফার্জহোলসিম, জিপিএইচ ইস্পাত, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, ম্যাকসন স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, জনতা ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স এ লঙ্কাবাংলা। 

বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৮ পয়েন্ট বেড়ে ৩০ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেনকৃত ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭১ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত ছিল ৩৫ টির দাম। 

বুধবার সিএসইতে ৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা বেশি। আগের কার্যদিবসে সিএসইতে ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত