নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। শেয়ার লেনদেনে আবারও রেকর্ড হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে মূল্যসূচকও বেড়েছে। আর ডিএসইতে আগের কার্যদিবস থেকে ৬৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গত মঙ্গলবার (৮ জুন) লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৫ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। ২০১০ সালের ৬ ডিসেম্বর লেনদেনরে পরিমাণ ছিল দুই হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকা। রেকর্ড এই লেনদেনের দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে।
এ ছাড়া বুধবার লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইত লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮ টির, দাম কমেছে ১২৪ টির। আর ৩৭ টির দাম অপরিবর্তিত ছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গত রোববার সাড়ে ১০ বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল। তিন দিন পর বুধবার সে রেকর্ড আবার ভেঙেছে।
পুঁজিবাজার বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। আগামী ২০২১-২২ অর্থবছরে সেই সুযোগ রাখা হয়নি। আগামী ৩০ জুনের মধ্যে মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগকৃত সেই অর্থ বৈধ না অবৈধ তা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। এ অবস্থায় গত কয়েক দিন কালো টাকার একটি অংশ পুঁজিবাজার ঢুকছে, যা লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হচ্ছে-ন্যাশনাল ফিড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও ফরচুন সুজ।
এ ছাড়া বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনকৃত ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮২ টির দাম বেড়েছে, দাম কমেছে ৯৬ টির এবং ৩১ টির দাম অপরিবর্তিত ছিল।
ঢাকা: দেশের পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। শেয়ার লেনদেনে আবারও রেকর্ড হয়েছে পুঁজিবাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার (৯ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি টাকা। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। লেনদেন বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে মূল্যসূচকও বেড়েছে। আর ডিএসইতে আগের কার্যদিবস থেকে ৬৩৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। গত মঙ্গলবার (৮ জুন) লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৬৫ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা যায়, ২০১০ সালের ৬ ডিসেম্বরের পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে। ২০১০ সালের ৬ ডিসেম্বর লেনদেনরে পরিমাণ ছিল দুই হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকা। রেকর্ড এই লেনদেনের দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ২০২ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৬ পয়েন্টে।
এ ছাড়া বুধবার লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইত লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৮ টির, দাম কমেছে ১২৪ টির। আর ৩৭ টির দাম অপরিবর্তিত ছিল।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর গত রোববার সাড়ে ১০ বছরের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছিল। তিন দিন পর বুধবার সে রেকর্ড আবার ভেঙেছে।
পুঁজিবাজার বাজার সংশ্লিষ্টরা বলছেন, ২০২০-২১ অর্থ বছরের বাজেটে মাত্র ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রয়েছে। আগামী ২০২১-২২ অর্থবছরে সেই সুযোগ রাখা হয়নি। আগামী ৩০ জুনের মধ্যে মাত্র ১০ শতাংশ কর দিয়ে বিনিয়োগকৃত সেই অর্থ বৈধ না অবৈধ তা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। এ অবস্থায় গত কয়েক দিন কালো টাকার একটি অংশ পুঁজিবাজার ঢুকছে, যা লেনদেন বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে।
বুধবার টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ১৫৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। প্রতিষ্ঠানটির ৭৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৬৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল পলিমার।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হচ্ছে-ন্যাশনাল ফিড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, এনআরবিসি ব্যাংক, ফেডারেল ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক ও ফরচুন সুজ।
এ ছাড়া বুধবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৭৬ কোটি ৫২ লাখ টাকা। লেনদেনকৃত ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮২ টির দাম বেড়েছে, দাম কমেছে ৯৬ টির এবং ৩১ টির দাম অপরিবর্তিত ছিল।
বেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
৩ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৪ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৫ ঘণ্টা আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৫ ঘণ্টা আগে