Ajker Patrika

ক্যাপিটাল গেইনে কর স্থগিত ও অগ্রীম আয়করে ছাড় চায় ডিবিএ, উপদেষ্টাকে চিঠি

অনলাইন ডেস্ক
ক্যাপিটাল গেইনে কর স্থগিত ও অগ্রীম আয়করে ছাড় চায় ডিবিএ, উপদেষ্টাকে চিঠি

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে পুঁজিবাজারকে বিনিয়োগসমৃদ্ধ করতে এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে দুটি অনুরোধ জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে চিঠি পাঠিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

ক্যাপিটাল গেইন বা মূলধনি মুনাফার ওপর বিদ্যমান কর স্থগিত করা এবং সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর কমানোর দাবি জানিয়ে অর্থ উপদেষ্টাকে চিঠি দেয় সংগঠনটি।

আজ বুধবার ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বরাবর পাঠানো হয়েছে। একই সঙ্গে চিঠির অনুলিপি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের কাছেও পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বিদ্যমান আয়কর আইনে মূলধনি আয়ের (৫০ লাখ টাকার অধিক) ওপর স্তরভিত্তিক করারোপ করা হয়েছে। অন্যদিকে বিগত ও বর্তমান বছরে কোনো মূলধনি লোকসানের ভবিষ্যৎ মূলধনি আয়ের সঙ্গে সমন্বয় করার বিধান রাখা হয়নি। ফলে বড় বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রতি আগ্রহ হারিয়ে বাজারবিমুখ হয়ে পড়েছে। মূলধনি আয়ের ওপর বিদ্যমান করের ছাড় বাজারে বিনিয়োগকারীর অংশগ্রহণ নিশ্চিত করবে। এমতাবস্থায় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে পুঁজিবাজারকে বিনিয়োগসমৃদ্ধ করতে মূলধনি আয়ের ওপর বিদ্যমান কর কমপক্ষে দুই বছর স্থগিত করার জন্য বিনীত অনুরোধ করছি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো দুটি স্তরে কর প্রদান করে থাকে। প্রথমত, সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ের ওপর ০.০৫ শতাংশ এবং দ্বিতীয়ত, করপোরেট আয়কর হিসেবে, যেটি বেশি হয় তা চূড়ান্ত কর হিসেবে গণ্য করা হয়। দ্বিস্তরের এ করব্যবস্থা মন্দা বাজার পরিস্থিতিতে ব্রোকারদের ক্ষতি করে। অধিকাংশ ক্ষেত্রে ব্রোকারদের আয় না হলেও আয়কর প্রদান করতে হয় এবং মাঝারি বাজারে এই করের হার ৬০ শতাংশ বা তারও বেশি ছাড়িয়ে যায়। এই করনীতি ব্রোকারদের ব্যবসাকে সংকুচিত করে দিয়েছে এবং আর্থিক সংকটে অনেক ব্রোকারেজ প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে ব্রোকারেজ হাউসের ট্রেডিং কার্যক্রম সক্রিয় ও সচল রাখতে রাজস্ব করহার ০.০৫ শতাংশ থেকে কমিয়ে ০.০২ শতাংশ করার অনুরোধ জানিয়েছে ডিবিএ।

ডিবিএ জানায়, আস্থার সংকটের সঙ্গে তারল্যসংকট একাকার হয়ে বাজারের ধারাবাহিক পতন দীর্ঘায়িত হচ্ছে। দীর্ঘ এই পতনের ফলে লাখ লাখ বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। বাজার সূচক গত চার বছরের মধ্যে সর্বনিম্নে অবস্থান করছে। এই অবস্থায় বিনিয়োগকারীসহ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো অস্তিত্বের সংকটে পড়েছে। এই সংকট মোকাবিলায় বাজারে বড় বিনিয়োগকারী আনা জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত