অনলাইন ডেস্ক
বিটকয়েনের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একেকটি বিটকয়েনের মূল্য ছাড়িয়েছে ৯৪ হাজার মার্কিন। ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ট্রুথ সোশ্যাল ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্রতিষ্ঠান বাক্ট (বিএকেকেটি) কিনবে আলোচনা করছে—এমন প্রতিবেদন প্রকাশের পর বিটকয়েনের দামের এই উত্থান ঘটেছে। ট্রাম্প প্রশাসনের আমলে ক্রিপ্টোকারেন্সিবান্ধব নীতি আসবে—এমন প্রত্যাশায় বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।
বিশ্বের সবচেয়ে বড় ও পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য চলতি বছর দ্বিগুণেরও বেশি বেড়েছে। আজ বুধবার এশিয়ার পুঁজিবাজারে একেকটি বিটকয়েনের মূল্য ছিল ৯২ হাজার ১০৪ মার্কিন ডলার। তবে পুঁজিবাজার বন্ধের ঠিক আগের সময়ে একেকটি বিটকয়েনের মূল্য দাঁড়ায় ৯৪ হাজার ৭৮ মার্কিন ডলার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের পরিচালক প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বাক্ট অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। বাক্টের পেছনে রয়েছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের মালিক ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ।
আইজি মার্কেট অ্যানালিস্ট টনি সাইকামোর এই বিষয়ে বলেন, বিটকয়েনের এই মূল্যবৃদ্ধি ট্রাম্পের চুক্তি সংক্রান্ত প্রতিবেদনের কারণে ঘটেছে। একই সঙ্গে ব্ল্যাকরকের বিটকয়েন ইটিএফের নাসদাকে অপশন ট্রেডিংয়ের প্রথম দিন বাজারকে চাঙা হতে বেশ সহায়তা করেছে। বিটকয়েনের এ উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। বাজার পর্যবেক্ষকেরা মনে করছেন, ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আরও ইতিবাচক পদক্ষেপ দেখা যেতে পারে।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ক্রিপ্টোকারেন্সির বাজারে ব্যাপক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল সম্পদের প্রতি সমর্থন জানিয়ে তুলনামূলক সহনশীল নিয়ন্ত্রণ নীতি চালু করবেন। এতে বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সি বাজারে নতুন প্রাণ সঞ্চার হবে।
ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কয়েনগেকোর তথ্য অনুযায়ী, এই উত্থানের ফলে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল্য এখন ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। এটি নতুন রেকর্ড স্থাপন করেছে।
গত কয়েক মাস ধরে স্থবির থাকা বিটকয়েন বাজারে এই উত্থান বিনিয়োগকারীদের নতুন আশার আলো দেখাচ্ছে।
অস্ট্রেলিয়ার অনলাইন ব্রোকার পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন জানান, বিটকয়েনের জন্য বাস্তব ক্রেতার চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘বাজারে আরেক দফা উত্থান হলে শক্তিশালী বিনিয়োগের ধারা আবারও নতুন ক্রেতাদের আকর্ষণ করবে।’
বিটকয়েনের মূল্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একেকটি বিটকয়েনের মূল্য ছাড়িয়েছে ৯৪ হাজার মার্কিন। ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ট্রুথ সোশ্যাল ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্রতিষ্ঠান বাক্ট (বিএকেকেটি) কিনবে আলোচনা করছে—এমন প্রতিবেদন প্রকাশের পর বিটকয়েনের দামের এই উত্থান ঘটেছে। ট্রাম্প প্রশাসনের আমলে ক্রিপ্টোকারেন্সিবান্ধব নীতি আসবে—এমন প্রত্যাশায় বাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে।
বিশ্বের সবচেয়ে বড় ও পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য চলতি বছর দ্বিগুণেরও বেশি বেড়েছে। আজ বুধবার এশিয়ার পুঁজিবাজারে একেকটি বিটকয়েনের মূল্য ছিল ৯২ হাজার ১০৪ মার্কিন ডলার। তবে পুঁজিবাজার বন্ধের ঠিক আগের সময়ে একেকটি বিটকয়েনের মূল্য দাঁড়ায় ৯৪ হাজার ৭৮ মার্কিন ডলার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের পরিচালক প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বাক্ট অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছে। বাক্টের পেছনে রয়েছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের মালিক ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জ।
আইজি মার্কেট অ্যানালিস্ট টনি সাইকামোর এই বিষয়ে বলেন, বিটকয়েনের এই মূল্যবৃদ্ধি ট্রাম্পের চুক্তি সংক্রান্ত প্রতিবেদনের কারণে ঘটেছে। একই সঙ্গে ব্ল্যাকরকের বিটকয়েন ইটিএফের নাসদাকে অপশন ট্রেডিংয়ের প্রথম দিন বাজারকে চাঙা হতে বেশ সহায়তা করেছে। বিটকয়েনের এ উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। বাজার পর্যবেক্ষকেরা মনে করছেন, ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি নিয়ে আরও ইতিবাচক পদক্ষেপ দেখা যেতে পারে।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ক্রিপ্টোকারেন্সির বাজারে ব্যাপক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিজিটাল সম্পদের প্রতি সমর্থন জানিয়ে তুলনামূলক সহনশীল নিয়ন্ত্রণ নীতি চালু করবেন। এতে বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সি বাজারে নতুন প্রাণ সঞ্চার হবে।
ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কয়েনগেকোর তথ্য অনুযায়ী, এই উত্থানের ফলে বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল্য এখন ৩ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। এটি নতুন রেকর্ড স্থাপন করেছে।
গত কয়েক মাস ধরে স্থবির থাকা বিটকয়েন বাজারে এই উত্থান বিনিয়োগকারীদের নতুন আশার আলো দেখাচ্ছে।
অস্ট্রেলিয়ার অনলাইন ব্রোকার পেপারস্টোনের গবেষণা বিভাগের প্রধান ক্রিস ওয়েস্টন জানান, বিটকয়েনের জন্য বাস্তব ক্রেতার চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘বাজারে আরেক দফা উত্থান হলে শক্তিশালী বিনিয়োগের ধারা আবারও নতুন ক্রেতাদের আকর্ষণ করবে।’
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির জন্য কার্গো সন্ধান করছে বাংলাদেশ। এলএনজি আমদানির লক্ষ্যে বাংলাদেশের রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) আগামী ডিসেম্বর মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য কার্গো খুঁজছে
২ ঘণ্টা আগেদেশের পোলট্রি খাতে সংকট যেন লেগেই আছে। ডিম ও মুরগির দামে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারনির্ধারিত মূল্য কার্যকরের উদ্যোগ নেওয়ার পর এবার নতুন করে দেখা দিয়েছে এক দিনের মুরগির বাচ্চা সরবরাহ সংকট। প্রান্তিক খামারিদের অভিযোগ, করপোরেট প্রতিষ্ঠানগুলো...
৮ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আশাবাদী হয়ে উঠেছে ভারতীয় তৈরি পোশাক রপ্তানিকারকেরা। তাঁরা মনে করছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নতুন আমলে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর পরিকল্পনা করেছেন। এই বিষয়টি ভারতের জন্য মার্কিন রপ্তানি বাজারে বড় একটি অংশ...
১০ ঘণ্টা আগেএস আলম সংশ্লিষ্টতার অভিযোগে ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। মূলত যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এস আলমের নিয়োগ দেওয়া ইউনিয়ন ব্যাংকের ২৬২ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
২০ ঘণ্টা আগে