যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল নদীর খাদে, নিহত ৭১

অনলাইন ডেস্ক
Thumbnail image
ইথিওপিয়ার সিদামা অঞ্চলে নদীতে পড়ে যাওয়া সেই ট্রাক। ছবি: ফেসবুক

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় ইথিওপিয়ার সিদামা রাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সিদামার আঞ্চলিক যোগাযোগ ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, রোববার সন্ধ্যায় সিদামা রাজ্যে একটি ট্রাক যাত্রী বোঝাই অবস্থায় নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে। এই ঘটনায় ৭১ জন মারা যান এবং পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

সিদামা পুলিশ কমিশনের ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডাইরেক্টরেট প্রধান পরিদর্শক ড্যানিয়েল সানকুরাকে উদ্ধৃত করে ফেসবুকে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘এ পর্যন্ত ৬৮ জন পুরুষ এবং ৩ জন নারী মারা গেছেন।’ বার্তা সংস্থা রয়টার্সকে সিদামার আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনেলেহ সিমিয়নও নিশ্চিত করেছেন যে,৭১ জন মারা গেছেন।

আজ সোমবার ওসেনেলেহ রয়টার্সকে বলেন, ‘পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ এর আগে, গতকাল রোববার রাতে আঞ্চলিক যোগাযোগ ব্যুরোর বিবৃতিতে মৃতের সংখ্যা ৬০ জন উল্লেখ করা হয়েছিল এবং জানানো হয়েছিল যে বেঁচে যাওয়া ব্যক্তিরা বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট ছবিতে দেখা গেছে, অনেক মানুষ একটি গাড়ির চারপাশে জড়ো হয়েছেন। এ সময় দেখা গেছে, ট্রাকটির একটি অংশ পানির নিচে ডুবে গেছে। অনেকে ট্রাকটিকে পানি থেকে টেনে তোলার চেষ্টা করছেন। ব্যুরো আরও কিছু ছবি শেয়ার করেছে, যেখানে দেখা যায়—কিছু লাশ নীল তেরপল দিয়ে ঢাকা অবস্থায় মাটিতে পড়ে আছে।

স্বাস্থ্য ব্যুরো দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং বলেছে, তারা পরে আরও তথ্য জানাবে। স্থানীয় পুলিশ কমিশন জানিয়েছে, রোববার সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে ট্রাকটি নদীতে পড়ে যায়। ওসেনেলেহ রয়টার্সকে বলেছেন, ট্রাকটি একটি সেতু অতিক্রম করতে গিয়ে ব্যর্থ হয়ে নদীতে পড়ে যায়। তিনি আরও জানান, ওই সড়কে অনেকগুলো তীক্ষ্ণ বাঁক রয়েছে। তিনি জানান, কিছু যাত্রী একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। এই ঘটনায় বেশ কয়েকটি পরিবার তাদের একাধিক সদস্যকে হারিয়েছেন।

ওসেনেলেহ আরও জানান, আঞ্চলিক ট্রাফিক পুলিশ জানিয়েছে যে ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল, যা সম্ভবত দুর্ঘটনার কারণ হয়েছে। তবে তিনি বা স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার সময় গাড়িটিতে কতজন যাত্রী ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। ২০১৮ সালে ইথিওপিয়ার উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে কমপক্ষে ৩৮ জন নিহত হয়। যাদের অধিকাংশই ছিল শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত