নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী এলাকায় ডালি নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে। তাঁদের দাবি, তিয়শ্রী এন এইচ খান একাডেমির কাছ থেকে তাঁরা এ নদী ইজারা নিয়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেছেন, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।
স্থানীয়রা বলছেন, এভাবে নদী বাঁধ দিয়ে মাছ শিকার করা হলে ভবিষ্যতে এ এলাকায় কোনো মাছ থাকবে না। এলাকায় মাছের আকাল দেখা দেবে।
এভাবে মাছ ধরা ঠিক না। এতে পোনা মাছও শেষ হয়ে যাবে। নদীতে বাঁধ দিয়ে প্রভাবশালীরা মাছ ধরে। এদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার। এই অবৈধ মাছ নিধন বন্ধ করা দরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে একটি মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। ডালি নদীতে বিষাক্ত ট্যাবলেট ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। এতে দিনে দিনে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এ বিষয়ে তিয়শ্রী এন এইচ খান একাডেমির প্রধান শিক্ষক আল মামুন তালুকদার বলেন, ‘আমরা এ নদীটি উপজেলা নির্বাহী কার্যালয় থেকে সমতা মৎস্যজীবী সমিতির নামে ১৪-১৫ হাজার টাকার বিনিময়ে লিজ নিই। আমাদের তো মাছ ধরার কথা। তাই কিছু লোক দিয়ে মাছ ধরাচ্ছি।’
মৎস্য শিকারি আলিম মিয়া জানান, ‘আমি তিয়শ্রী এন এইচ খান একাডেমির প্রধান শিক্ষক আল মামুন তালুকদারে কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকার বিনিময়ে এক সিজনের জন্য লিজ নিয়েছি। নদীতে বাঁধ দিয়ে শুকিয়ে মাছ শিকার করব এ শর্ত দিয়েই নদী লিজ নিয়েছি। এ বিষয়ে প্রধান শিক্ষক সবই জানেন।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।’ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহনূর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি দেখতে তিয়শ্রী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়েছি।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ বিষয়টি অবগত নই। আপনার কাছ থেকেই জানলাম। এমনটা যদি হয়ে থাকে, তবে ওখানকার এসিল্যান্ড বা ইউএনওকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলব।
নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী এলাকায় ডালি নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে। তাঁদের দাবি, তিয়শ্রী এন এইচ খান একাডেমির কাছ থেকে তাঁরা এ নদী ইজারা নিয়েছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেছেন, নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।
স্থানীয়রা বলছেন, এভাবে নদী বাঁধ দিয়ে মাছ শিকার করা হলে ভবিষ্যতে এ এলাকায় কোনো মাছ থাকবে না। এলাকায় মাছের আকাল দেখা দেবে।
এভাবে মাছ ধরা ঠিক না। এতে পোনা মাছও শেষ হয়ে যাবে। নদীতে বাঁধ দিয়ে প্রভাবশালীরা মাছ ধরে। এদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার। এই অবৈধ মাছ নিধন বন্ধ করা দরকার।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে একটি মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। ডালি নদীতে বিষাক্ত ট্যাবলেট ব্যবহার করে মাছ শিকার করা হচ্ছে। এতে দিনে দিনে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এ বিষয়ে তিয়শ্রী এন এইচ খান একাডেমির প্রধান শিক্ষক আল মামুন তালুকদার বলেন, ‘আমরা এ নদীটি উপজেলা নির্বাহী কার্যালয় থেকে সমতা মৎস্যজীবী সমিতির নামে ১৪-১৫ হাজার টাকার বিনিময়ে লিজ নিই। আমাদের তো মাছ ধরার কথা। তাই কিছু লোক দিয়ে মাছ ধরাচ্ছি।’
মৎস্য শিকারি আলিম মিয়া জানান, ‘আমি তিয়শ্রী এন এইচ খান একাডেমির প্রধান শিক্ষক আল মামুন তালুকদারে কাছ থেকে এক লাখ পাঁচ হাজার টাকার বিনিময়ে এক সিজনের জন্য লিজ নিয়েছি। নদীতে বাঁধ দিয়ে শুকিয়ে মাছ শিকার করব এ শর্ত দিয়েই নদী লিজ নিয়েছি। এ বিষয়ে প্রধান শিক্ষক সবই জানেন।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা দ্রুত এর ব্যবস্থা নিচ্ছি।’ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শাহনূর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি দেখতে তিয়শ্রী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়েছি।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এ বিষয়টি অবগত নই। আপনার কাছ থেকেই জানলাম। এমনটা যদি হয়ে থাকে, তবে ওখানকার এসিল্যান্ড বা ইউএনওকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলব।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৬ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে