নিজস্ব প্রতিবেদক
ঢাকা: এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিতে সমতলের আটটি উপজাতি আসনের বিপরীতে চারটি আসনে সাধারণ শিক্ষার্থী ভর্তির ঘটনায় উপজাতি কোটায় ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
একই সঙ্গে প্রতি বছর কেন উপজাতির আসনে ভর্তির অনিয়ম হয় তা জানতে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব ও অন্য দুইজনকে রিটের প্রতিপক্ষ করা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী শ্যামসুন্দর সিংহ জানান, এমবিবিএসে সমতলের উপজাতিদের জন্য সংরক্ষিত আটটি আসনে ভর্তির নজিরবিহীন অনিয়ম নিয়ে রিট করা হয়েছিল। সেটির ওপর প্রাথমিক শুনানি নিয়ে এই ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে এসব অনিয়মের বিরুদ্ধে রুলও জারি করা হয়েছে।
অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ বলেন, এই আসনগুলোতে ভর্তি ও অগ্রগতি তালিকাসহ কলেজ কর্তৃপক্ষ শিডিউল অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালককে দফায় দফায় তাৎক্ষণিকভাবে জানাবে।
এই আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী-সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মোট আসনের দুই শতাংশ সংরক্ষিত থাকে। আর তিনটি পার্বত্য জেলার জন্য ১২টি এবং পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতি) জন্য আটটি আসন সংরক্ষিত থাকে। কিন্তু ওই আটটি আসনে উপজাতির বদলে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার উপজাতি নয় এমন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এমনকি চলতি বছরও এরকম চার জনকে ভর্তি করা হয়। এর পরই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো, রাসেল চৌধুরী।
ঢাকা: এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিতে সমতলের আটটি উপজাতি আসনের বিপরীতে চারটি আসনে সাধারণ শিক্ষার্থী ভর্তির ঘটনায় উপজাতি কোটায় ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।
একই সঙ্গে প্রতি বছর কেন উপজাতির আসনে ভর্তির অনিয়ম হয় তা জানতে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব ও অন্য দুইজনকে রিটের প্রতিপক্ষ করা হয়েছে।
রিট আবেদনকারী আইনজীবী শ্যামসুন্দর সিংহ জানান, এমবিবিএসে সমতলের উপজাতিদের জন্য সংরক্ষিত আটটি আসনে ভর্তির নজিরবিহীন অনিয়ম নিয়ে রিট করা হয়েছিল। সেটির ওপর প্রাথমিক শুনানি নিয়ে এই ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে এসব অনিয়মের বিরুদ্ধে রুলও জারি করা হয়েছে।
অ্যাডভোকেট শ্যাম সুন্দর সিংহ বলেন, এই আসনগুলোতে ভর্তি ও অগ্রগতি তালিকাসহ কলেজ কর্তৃপক্ষ শিডিউল অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালককে দফায় দফায় তাৎক্ষণিকভাবে জানাবে।
এই আইনজীবী জানান, নিয়ম অনুযায়ী-সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মোট আসনের দুই শতাংশ সংরক্ষিত থাকে। আর তিনটি পার্বত্য জেলার জন্য ১২টি এবং পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার পশ্চাৎপদ জনগোষ্ঠীর (উপজাতি) জন্য আটটি আসন সংরক্ষিত থাকে। কিন্তু ওই আটটি আসনে উপজাতির বদলে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকার উপজাতি নয় এমন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এমনকি চলতি বছরও এরকম চার জনকে ভর্তি করা হয়। এর পরই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। অন্যদিকে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো, রাসেল চৌধুরী।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে