Ajker Patrika

পরচর্চার জঘন্যতা ও শাস্তি

ধর্ম ডেস্ক
পরচর্চার জঘন্যতা ও শাস্তি

গিবত বা পরনিন্দা ইসলামে জঘন্য অপরাধ। এটি নীরব ঘাতকের মতো নেকির ভান্ডার নিঃশেষ করে দেয়। ফলে অজান্তেই মানুষের আমলনামা শূন্যের কোঠায় পৌঁছে যায়। গিবত বা পরনিন্দা বলতে বোঝায়, কারও অগোচরে তার এমন দোষত্রুটি অন্যের কাছে প্রকাশ করা, যা শুনতে পেলে সে কষ্ট পায়।

গিবতের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘তোমাদের কেউ যেন কারও গিবত না করে, তোমাদের কেউ কি চায়, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো।’ (সুরা হুজুরাত: ১২)

গিবতের শাস্তির বর্ণনা দিতে গিয়ে নবী (সা.) বলেন, ‘মিরাজের সময় আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদের ছিল তামার নখ। সেই নখ দিয়ে তারা নিজেদের চেহারা এবং বুক ক্ষতবিক্ষত করছিল। আমি বললাম, জিবরাইল, এরা কারা? উত্তরে তিনি বললেন, যারা (দুনিয়াতে) মানুষের গোশত খেত (গিবত করত) এবং মানুষের সম্মানহানি করত।’ (আবু দাউদ: ৪৮৭৮)

আজকাল গিবত মানুষের মধ্যে খুবই স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে আল্লাহর ঘর মসজিদে বসেও মানুষ একে অন্যের দোষচর্চা করতে ব্যস্ত। অথচ তারা জানেই না, এর মাধ্যমে তারা নিজেদের জাহান্নামের খোরাক বানাচ্ছে।

গিবত থেকে বাঁচতে হলে এর ভয়াবহতা সম্পর্কে জানতে হবে। মুমিনের উচিত, আল্লাহর জিকিরে জবানকে সতেজ রাখা, তা না পারলে চুপ থাকা। রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝের অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝের অঙ্গের (সঠিক ব্যবহারের) জামানত দেবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নেব।’ (বুখারি: ৬৪৭৪)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাংলাদেশের ১৮ বছরের সেই অপেক্ষা তবে ফুরোচ্ছে

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত