অভয়নগর প্রতিনিধি (যশোর)
যশোরের অভয়নগরে নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন শপ্পা (৩৬) নামের এক যুবক। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই যুবকের অবস্থা সংকটাপন্ন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, শপ্পা অভয়নগর উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকার ইব্রাহীম মোল্যার ছেলে। তিনি বোমা তৈরির কারিগর। গত সোমবার গভীর রাতে নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। বিস্ফোরিত বোমার আঘাতে শপ্পার এক হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতবিক্ষত হয়েছে চোখ, মুখমণ্ডল ও বুক। সেই সঙ্গে দুই পা মারাত্মকভাবে ঝলসে গেছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার করে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি ধারালো রামদা এবং বিস্ফোরিত বোমার স্প্লিন্টার উদ্ধার করেছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান জানান, বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এটা হতে পারে। তবে শপ্পার নামে থানায় ইতিপূর্বে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
যশোরের অভয়নগরে নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বোমা বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন শপ্পা (৩৬) নামের এক যুবক। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই যুবকের অবস্থা সংকটাপন্ন।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, শপ্পা অভয়নগর উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকার ইব্রাহীম মোল্যার ছেলে। তিনি বোমা তৈরির কারিগর। গত সোমবার গভীর রাতে নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। বিস্ফোরিত বোমার আঘাতে শপ্পার এক হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতবিক্ষত হয়েছে চোখ, মুখমণ্ডল ও বুক। সেই সঙ্গে দুই পা মারাত্মকভাবে ঝলসে গেছে। পরিবারের লোকজন ও এলাকাবাসী উদ্ধার করে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি ধারালো রামদা এবং বিস্ফোরিত বোমার স্প্লিন্টার উদ্ধার করেছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শামীম হাসান জানান, বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এটা হতে পারে। তবে শপ্পার নামে থানায় ইতিপূর্বে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে