ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনে ধসে পড়ছে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতুর রিটেইনিং ওয়ালের (ঠেস দেয়াল) সিসি ব্লক। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু এলাকা। এ ছাড়া ভাঙনের আশঙ্কায় রয়েছে সেতুর মূল অংশ, রাস্তাঘাটসহ অসংখ্য স্থাপনা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শতকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর আশপাশের প্রায় ১ কিলোমিটার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীদের প্রভাবশালী একটি সিন্ডিকেট। তাঁদের আশঙ্কা, নদের ধস ঠেকাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করা হলে সেতুর মূল অংশ ক্ষতিগ্রস্ত হবে। এর আগে ২০২১ সালের ৩১ জুলাই ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেতুর পারের স্থানীয় বাসিন্দারা মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে আমরা সেতু পরিদর্শন করেছি। সেতুর রিটেইনিং ওয়াল ভেঙে গিয়ে সিসি ব্লক ধসে পড়ছে। এলজিইডির জেলা কার্যালয় থেকে ইতিমধ্যে একটি তদন্ত দল পরিদর্শন করেছে। তারা সেতুর টপো সার্ভে করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেতু রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চিন্তাভাবনা করছে।
জানা গেছে, ইসলামপুর-শেরপুর-বকশীগঞ্জ বহুমুখী সড়কে ফকিরপাড়া পাইলিং ঘাটে ব্রহ্মপুত্র নদের ওপর ১০৪ কোটি টাকা ব্যয়ে ৫৬০ মিটার দৈর্ঘ্যের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতুটি নির্মিত হয়। ২০১৮ সালে সেতুটি চলাচলের জন্য ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে সেতু এলাকা ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদে বন্যার পানি আগের চেয়ে বেড়েছে, দেখা দিয়েছে ভাঙনও। সেতুর পূর্ব পারের সীমানাখুঁটি ঘেঁষে বয়ে চলছে তীব্র স্রোত। ফলে সেতুর পূর্ব পাশের রিটেইনিং ওয়াল ভেঙে গেছে। এতে সিসি ব্লক ধসে পড়ছে, ভাঙছে ফসলি জমিও। এ ছাড়া নদের পারে প্রস্তাবিত শ্মশানঘাট, নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ অসংখ্য বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এতে এলাকাবাসী চরম হতাশা ও ভাঙনভীতির মধ্যে দিন পার করছে।
সেতুপারের বাসিন্দা মোক্তার হোসেন বলেন, ‘মাঝেমধ্যেই সেতুর একদম কাছ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে নদের মধ্যে খাদের সৃষ্টি হয়েছে। সেতুর সীমানা ঘেঁষে নদের তীব্র স্রোত বইছিল। স্রোতে সেতুর পাড় ভাঙছে, সিসি ব্লক ধসে পড়ছে। আশিক শেখ বলেন, কয়েক দিন ধরে সেতুর সিসি ব্লক ধসে পড়ছে। নদের ভাঙন রোধে এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। অপর এক বাসিন্দা সজীব মিয়া বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নেওয়া হলে সেতুসহ বিভিন্ন স্থাপনা নদের গর্ভে বিলীন হয়ে যাবে।
ইসলামপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, সেতুর সিসি ব্লক ধসে যাওয়া বিষয়ে খোঁজখবর নিয়েছি। সেতু রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলজিইডি বিভাগকে জানিয়েছি। এ ছাড়া সেতু এলাকায় কোনো ক্রমেই বালু উত্তোলন করতে দেওয়া যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, ‘সেতু এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে কি না, তা আমি জানি না। তবে এখন খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনে ধসে পড়ছে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতুর রিটেইনিং ওয়ালের (ঠেস দেয়াল) সিসি ব্লক। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেতু এলাকা। এ ছাড়া ভাঙনের আশঙ্কায় রয়েছে সেতুর মূল অংশ, রাস্তাঘাটসহ অসংখ্য স্থাপনা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শতকোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর আশপাশের প্রায় ১ কিলোমিটার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে বালু ব্যবসায়ীদের প্রভাবশালী একটি সিন্ডিকেট। তাঁদের আশঙ্কা, নদের ধস ঠেকাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ না করা হলে সেতুর মূল অংশ ক্ষতিগ্রস্ত হবে। এর আগে ২০২১ সালের ৩১ জুলাই ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেতুর পারের স্থানীয় বাসিন্দারা মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে আমরা সেতু পরিদর্শন করেছি। সেতুর রিটেইনিং ওয়াল ভেঙে গিয়ে সিসি ব্লক ধসে পড়ছে। এলজিইডির জেলা কার্যালয় থেকে ইতিমধ্যে একটি তদন্ত দল পরিদর্শন করেছে। তারা সেতুর টপো সার্ভে করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেতু রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চিন্তাভাবনা করছে।
জানা গেছে, ইসলামপুর-শেরপুর-বকশীগঞ্জ বহুমুখী সড়কে ফকিরপাড়া পাইলিং ঘাটে ব্রহ্মপুত্র নদের ওপর ১০৪ কোটি টাকা ব্যয়ে ৫৬০ মিটার দৈর্ঘ্যের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম সেতুটি নির্মিত হয়। ২০১৮ সালে সেতুটি চলাচলের জন্য ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে সেতু এলাকা ঘুরে দেখা গেছে, ব্রহ্মপুত্র নদে বন্যার পানি আগের চেয়ে বেড়েছে, দেখা দিয়েছে ভাঙনও। সেতুর পূর্ব পারের সীমানাখুঁটি ঘেঁষে বয়ে চলছে তীব্র স্রোত। ফলে সেতুর পূর্ব পাশের রিটেইনিং ওয়াল ভেঙে গেছে। এতে সিসি ব্লক ধসে পড়ছে, ভাঙছে ফসলি জমিও। এ ছাড়া নদের পারে প্রস্তাবিত শ্মশানঘাট, নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ অসংখ্য বসতবাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এতে এলাকাবাসী চরম হতাশা ও ভাঙনভীতির মধ্যে দিন পার করছে।
সেতুপারের বাসিন্দা মোক্তার হোসেন বলেন, ‘মাঝেমধ্যেই সেতুর একদম কাছ থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে নদের মধ্যে খাদের সৃষ্টি হয়েছে। সেতুর সীমানা ঘেঁষে নদের তীব্র স্রোত বইছিল। স্রোতে সেতুর পাড় ভাঙছে, সিসি ব্লক ধসে পড়ছে। আশিক শেখ বলেন, কয়েক দিন ধরে সেতুর সিসি ব্লক ধসে পড়ছে। নদের ভাঙন রোধে এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। অপর এক বাসিন্দা সজীব মিয়া বলেন, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নেওয়া হলে সেতুসহ বিভিন্ন স্থাপনা নদের গর্ভে বিলীন হয়ে যাবে।
ইসলামপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, সেতুর সিসি ব্লক ধসে যাওয়া বিষয়ে খোঁজখবর নিয়েছি। সেতু রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এলজিইডি বিভাগকে জানিয়েছি। এ ছাড়া সেতু এলাকায় কোনো ক্রমেই বালু উত্তোলন করতে দেওয়া যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, ‘সেতু এলাকায় বালু উত্তোলন করা হচ্ছে কি না, তা আমি জানি না। তবে এখন খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে