নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছেই না। এই দুষ্কৃতিদের দ্রুত খুঁজে পেতে মাঠে নেমেছে রেলওয়ে পুলিশ। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীর সম্পর্কে তথ্য দিলে, কিংবা ধরিয়ে দিলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, এখন সবাই স্মার্ট মোবাইল ব্যবহার করেন। চলন্ত ট্রেনে কে পাথর ছুড়ছে? তা যদি ট্রেনের কোনো যাত্রী দেখতে পান এবং ছবি তুলে রাখেন সেটি আমাদের জানাতে পারেন। আমরা পাথর নিক্ষেপকারীকে দ্রুত খুঁজে পাব। পাশাপাশি যেসব এলাকায় পাথর নিক্ষেপ করছে, সেসব এলাকার লোকজনও যদি দেখে থাকেন এবং আমাদের জানান। তাহলে আমাদের জন্য কাজটি করতে আরও সুবিধা হবে। যিনি আমাদের পাথর নিক্ষেপকারীর তথ্য দেবেন তাঁকে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপারের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা শুরু করেছি, আমাদের দেখে অন্যান্য জেলাও উদ্বুদ্ধ হবে।
তিনি আরও বলেন, এর পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ কমানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। স্কুল খুলে দিয়েছে আমরা স্কুলগুলোতে গিয়ে সচেতন মূলক প্রোগ্রাম করব। মসজিদের ইমামদের দিয়ে এলাকায় বোঝানোর চেষ্টা করছি, পাথর নিক্ষেপ একটি গুরুতর অপরাধ। এই অপরাধ যেন কেউ না করে। এতে নিরীহ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
পাথর নিক্ষেপ রোধে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান চট্টগ্রাম জেলা রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কমিয়ে আনার জন্য আজ সোমবার সারা দিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করেছি। সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যাতে কেউ ট্রেনে পাথর নিক্ষেপ না করে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একেবারে শূন্যের কোঠায় নেমে আসুক। সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ৮৬টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৯টি গ্লাস ভেঙেছে ট্রেনের। আহত হয়েছেন ২১ জন।
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছেই না। এই দুষ্কৃতিদের দ্রুত খুঁজে পেতে মাঠে নেমেছে রেলওয়ে পুলিশ। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীর সম্পর্কে তথ্য দিলে, কিংবা ধরিয়ে দিলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
পুরস্কারের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, এখন সবাই স্মার্ট মোবাইল ব্যবহার করেন। চলন্ত ট্রেনে কে পাথর ছুড়ছে? তা যদি ট্রেনের কোনো যাত্রী দেখতে পান এবং ছবি তুলে রাখেন সেটি আমাদের জানাতে পারেন। আমরা পাথর নিক্ষেপকারীকে দ্রুত খুঁজে পাব। পাশাপাশি যেসব এলাকায় পাথর নিক্ষেপ করছে, সেসব এলাকার লোকজনও যদি দেখে থাকেন এবং আমাদের জানান। তাহলে আমাদের জন্য কাজটি করতে আরও সুবিধা হবে। যিনি আমাদের পাথর নিক্ষেপকারীর তথ্য দেবেন তাঁকে ঢাকা জেলা রেলওয়ের পুলিশ সুপারের পক্ষ থেকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আমরা শুরু করেছি, আমাদের দেখে অন্যান্য জেলাও উদ্বুদ্ধ হবে।
তিনি আরও বলেন, এর পাশাপাশি ট্রেনে পাথর নিক্ষেপ কমানোর জন্য সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। স্কুল খুলে দিয়েছে আমরা স্কুলগুলোতে গিয়ে সচেতন মূলক প্রোগ্রাম করব। মসজিদের ইমামদের দিয়ে এলাকায় বোঝানোর চেষ্টা করছি, পাথর নিক্ষেপ একটি গুরুতর অপরাধ। এই অপরাধ যেন কেউ না করে। এতে নিরীহ মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে।
পাথর নিক্ষেপ রোধে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান চট্টগ্রাম জেলা রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ কমিয়ে আনার জন্য আজ সোমবার সারা দিন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করেছি। সবাইকে বোঝানোর চেষ্টা করছি, যাতে কেউ ট্রেনে পাথর নিক্ষেপ না করে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একেবারে শূন্যের কোঠায় নেমে আসুক। সে ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে মোট ৮৬টি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৯টি গ্লাস ভেঙেছে ট্রেনের। আহত হয়েছেন ২১ জন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে