Ajker Patrika

দুই দিনে ৫৬ হাজার মিটার জাল জব্দ

বাগেরহাট প্রতিনিধি
দুই দিনে ৫৬ হাজার মিটার জাল জব্দ

বাগেরহাটে দুই দিনে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে। ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত জেলার বিভিন্ন নদী ও পশুর চ্যানেলে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দ জালের মধ্যে বেহুন্দি, কারেন্ট জাল, চায়না দুয়ারি, চর ঘেরা, ছান্দি ও নেট জাল রয়েছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, মা ইলিশ রক্ষার এই অভিযান শতভাগ সফল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কোস্টগার্ড, নৌবাহিনী, উপজেলা-জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান চালানো হচ্ছে। শুক্র ও শনিবার ঘষিয়াখালি চ্যানেল, বলেশ্বর, পানগুছি, মধুমতী, দড়াটানা ও পশুর নদে অভিযান চালিয়ে ৫৬ হাজার ৩৬০ মিটার জাল জব্দ করা হয়েছে।

এ সময় কোনো জেলে বা জালের মালিককে পাওয়া যায়নি। মা ইলিশ রক্ষায় শেষ দিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ৭ অক্টোবর প্রথম প্রহর থেকে ২৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত