মো. ইমরান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)
থানায় ধরে আনা হয় অপরাধী। সেখানে পুলিশ সদস্যরা থাকেন, নানা ধরনের মানুষের যাতায়াত থাকে। তবে এই চিত্র দেখা গেল চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কারণ সেখানে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে, আবার একই সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রমও চলছে।
গত সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, বিদ্যালয়ের ভবনটি তিনতলা। ভবনের নিচতলায় সাইক্লোন শেল্টার। এই তলা খালি পড়ে আছে। দ্বিতীয় তলায় চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। চারটি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ, তিনটি শ্রেণিকক্ষ, ভবনের বারান্দায়ও একটি শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের তৃতীয় তলার সব কক্ষ দখল করে আছেন পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য চারটি শ্রেণিকক্ষ প্রয়োজন। শিক্ষকদের জন্য একটি কক্ষ, প্রধান শিক্ষকের জন্য একটি কক্ষ ও একটি স্টোররুম প্রয়োজন। কিন্তু বিদ্যালয়ের তৃতীয় তলা পুলিশ ফাঁড়ির দখলে থাকায় দ্বিতীয় তলার চারটি কক্ষে সব কার্যক্রম চালাতে হচ্ছে।
পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত। ১৯৯৩ সালে সৌদি আরব সরকারের অনুদানে এই বিদ্যালয়ে তিনতলা ভবনটি নির্মাণ করা হয়, যাতে পাঠদানের পাশাপাশি সেটি সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা যায়। তবে ভবন নির্মাণের দুই বছরের মধ্যে অর্থাৎ ১৯৯৫ সালে তৃতীয় তলায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময় এ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে ২৮ বছর ধরে বিদ্যালয়ের কক্ষ পুলিশ ফাঁড়ির দখলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমাশ্রী মল্লিক বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরে আনার সময় খারাপ আচরণ করতে আমরা দেখি, যা দেখে শিশুরা ভয় পায়। এতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। এমন পরিবেশে শিক্ষার্থী ও শিক্ষকদের পাঠদানে অংশ নিতে সমস্যা তৈরি হচ্ছে। এ ছাড়া শ্রেণিকক্ষের সংকট থাকায় বারান্দায় ক্লাস নিতে হচ্ছে এবং বিদ্যালয়ের আসবাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে।’
এ বিষয়ে খানিকটা হতাশা প্রকাশ করলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। জানালেন, বিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি থাকায় অনেক মা-বাবাই তাঁদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করেন না। জসিম উদ্দিন বলেন, ‘বিদ্যালয় ভবন থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি। এভাবে একই ভবনে পুলিশ ফাঁড়ি ও স্কুলের কার্যক্রম চালানো সম্ভব নয়। কিন্তু আমরা নিরুপায়।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তিমা ঘোষ বলে, ‘অনেক সময় পুলিশ সদস্যরা তাঁদের খাবারের ময়লা পানিগুলো ওপর থেকে ফেলে। এতে আমাদের স্কুলের পোশাক নষ্ট হয়ে যায়। আমার ছোট ভাই শিশু শ্রেণিতে পড়ে। তাঁদের ভয়ে সে স্কুলে আসে না।’
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলার পর বিদ্যালয় ভবনের তৃতীয় তলার পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কথা বলতে রাজি হননি এবং ছবি তুলতেও বাধা দেন। তাই তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বিদ্যালয় ভবনে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালানোর কারণে শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানসিক সমস্যাও হচ্ছে। শিক্ষার্থীরা ভয়ে থাকে, পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
থানায় ধরে আনা হয় অপরাধী। সেখানে পুলিশ সদস্যরা থাকেন, নানা ধরনের মানুষের যাতায়াত থাকে। তবে এই চিত্র দেখা গেল চট্টগ্রামের আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কারণ সেখানে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চলছে, আবার একই সঙ্গে বিদ্যালয়ের কার্যক্রমও চলছে।
গত সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা গেল, বিদ্যালয়ের ভবনটি তিনতলা। ভবনের নিচতলায় সাইক্লোন শেল্টার। এই তলা খালি পড়ে আছে। দ্বিতীয় তলায় চলছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম। চারটি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ, তিনটি শ্রেণিকক্ষ, ভবনের বারান্দায়ও একটি শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয়ের তৃতীয় তলার সব কক্ষ দখল করে আছেন পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে। প্রাক্-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের জন্য চারটি শ্রেণিকক্ষ প্রয়োজন। শিক্ষকদের জন্য একটি কক্ষ, প্রধান শিক্ষকের জন্য একটি কক্ষ ও একটি স্টোররুম প্রয়োজন। কিন্তু বিদ্যালয়ের তৃতীয় তলা পুলিশ ফাঁড়ির দখলে থাকায় দ্বিতীয় তলার চারটি কক্ষে সব কার্যক্রম চালাতে হচ্ছে।
পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত। ১৯৯৩ সালে সৌদি আরব সরকারের অনুদানে এই বিদ্যালয়ে তিনতলা ভবনটি নির্মাণ করা হয়, যাতে পাঠদানের পাশাপাশি সেটি সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা যায়। তবে ভবন নির্মাণের দুই বছরের মধ্যে অর্থাৎ ১৯৯৫ সালে তৃতীয় তলায় পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন সময় এ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে ২৮ বছর ধরে বিদ্যালয়ের কক্ষ পুলিশ ফাঁড়ির দখলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুমাশ্রী মল্লিক বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরে আনার সময় খারাপ আচরণ করতে আমরা দেখি, যা দেখে শিশুরা ভয় পায়। এতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। এমন পরিবেশে শিক্ষার্থী ও শিক্ষকদের পাঠদানে অংশ নিতে সমস্যা তৈরি হচ্ছে। এ ছাড়া শ্রেণিকক্ষের সংকট থাকায় বারান্দায় ক্লাস নিতে হচ্ছে এবং বিদ্যালয়ের আসবাবগুলো নষ্ট হয়ে যাচ্ছে।’
এ বিষয়ে খানিকটা হতাশা প্রকাশ করলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। জানালেন, বিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি থাকায় অনেক মা-বাবাই তাঁদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করেন না। জসিম উদ্দিন বলেন, ‘বিদ্যালয় ভবন থেকে পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি। এভাবে একই ভবনে পুলিশ ফাঁড়ি ও স্কুলের কার্যক্রম চালানো সম্ভব নয়। কিন্তু আমরা নিরুপায়।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তিমা ঘোষ বলে, ‘অনেক সময় পুলিশ সদস্যরা তাঁদের খাবারের ময়লা পানিগুলো ওপর থেকে ফেলে। এতে আমাদের স্কুলের পোশাক নষ্ট হয়ে যায়। আমার ছোট ভাই শিশু শ্রেণিতে পড়ে। তাঁদের ভয়ে সে স্কুলে আসে না।’
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলার পর বিদ্যালয় ভবনের তৃতীয় তলার পুলিশ ফাঁড়িতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা কথা বলতে রাজি হননি এবং ছবি তুলতেও বাধা দেন। তাই তাঁদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তবে তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য বলেন, ‘বিদ্যালয় ভবনে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালানোর কারণে শিশুদের লেখাপড়ার পাশাপাশি মানসিক সমস্যাও হচ্ছে। শিক্ষার্থীরা ভয়ে থাকে, পুলিশ ফাঁড়ি সরিয়ে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে