পটুয়াখালী প্রতিনিধি
কাউকে পেটাতে হলে ডাক পড়ে শফির। মাদকের চালান পৌঁছে দেওয়া, কোনো সাংবাদিককে শায়েস্তা করা কিংবা অন্য কোনো অপরাধমূলক কাজ—সবখানে নেতৃত্বে শফি। এই শফির দস্যিপনায় সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে কালাইয়ার মনির বাহিনী। পটুয়াখালীর বাউফলে সম্প্রতি সংসদ সদস্যের সামনে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার ঘটনায়ও নেতৃত্ব দেন এই শফি।
১৭ মার্চ বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে জড়ায় আ স ম ফিরোজ এবং উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের সমর্থকেরা। সংঘর্ষের সময়কার একটি ভিডিওতে দেখা যায়, এমপি আ স ম ফিরোজ একটি ছাদখোলা গাড়িতে দাঁড়ানো। তাঁর সামনে, পেছনে রাস্তায় নেতা-কর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘ফিরোজ ভাই, ফিরোজ ভাই’ বলে স্লোগান দিচ্ছে। তাঁর গাড়ির পাশে ক্যাপ পরা এক ব্যক্তি মিছিলের লোকজনকে সরিয়ে দিয়ে মোতালেব হাওলাদারের ওপর হামলা করার জন্য এগিয়ে যাচ্ছে, তার পেছনে শফি হাওলাদারসহ তাঁর দল অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। ক্যাপ পরা ওই ব্যক্তিই আ স ম ফিরোজের ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা। তাঁর সঙ্গে থাকা ক্যাডার বাহিনী ছিল ‘শফি’ গ্রুপের। আরেক ছবিতে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলা করছেন লাল গেঞ্জি পরা যুবলীগ কর্মী শফি হাওলাদার।
জানা গেছে, ২০০২ সালে বিএনপি সরকারের আমলে যুবদলের সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নিতেন জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের শফি হাওলাদার। ওই সময়ে দলীয় কোন্দলের কারণে তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাদা মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। এর পর থেকে আলোচনায় আসেন শফি হাওলাদার। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি সংসদ সদস্যের ভাতিজা ফয়সাল আহমেদ মনির মোল্লার সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর পর থেকে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মনির মোল্লার প্রধান শক্তি হিসেবে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত তিন মামলার আসামি শফি। ২০১৩ সালের ২৭ অক্টোবর মো. গালিব নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে উপজেলার কালাইয়া বাজারে প্রকাশ্যে কুপিয়ে আহত করেন এই শফি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে, যা বিচারাধীন। পরে ২০২২ সালের ১৩ জানুয়ারি বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হাওলাদারের পুত্র মো. মাহামুদ হাসানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে শফি হাওলাদারের বিরুদ্ধে। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হলে তিন মাস জেলও খাটেন শফি। সর্বশেষ ১৭ মার্চ মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় তিনি নেতৃত্ব দেন। সর্বশেষ গত ১৭ মার্চ মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা আওয়ামীলীগের একাংশ। এতে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু অংশ নিয়ে বক্তব্য দেওয়ায় গত ২২ মার্চ তার বাড়িতে ইউপি চেয়ারম্যান মনির মোল্লার নেতৃত্ব হামলা করেন শফি। তখন তিনি কৃষক লীগ নেতাকে পিটিয়েও জখম করে শফি। এ ঘটনায়ও তাঁর বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে।
জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু বলেন, ‘কালাইয়ার বর্তমান চেয়ারম্যান মনির মোল্লার ক্যাডার হিসেবে আছেন শফি। শফি বড় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেয়, যা দিয়ে কালাইয়াসহ পার্শ্ববর্তী ইউনিয়নে প্রভাব খাটিয়ে আসছে।’
এদিকে মোতালেব হাওলাদারকে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় ১০ দিনেও শফিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা এবং পুলিশ আহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ। তবে এ হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোতালেব হাওলাদারের ছেলে মাহমুদ হাসান।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। তবে শফিসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’
কাউকে পেটাতে হলে ডাক পড়ে শফির। মাদকের চালান পৌঁছে দেওয়া, কোনো সাংবাদিককে শায়েস্তা করা কিংবা অন্য কোনো অপরাধমূলক কাজ—সবখানে নেতৃত্বে শফি। এই শফির দস্যিপনায় সবকিছু নিয়ন্ত্রণে রেখেছে কালাইয়ার মনির বাহিনী। পটুয়াখালীর বাউফলে সম্প্রতি সংসদ সদস্যের সামনে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম করার ঘটনায়ও নেতৃত্ব দেন এই শফি।
১৭ মার্চ বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে জড়ায় আ স ম ফিরোজ এবং উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের সমর্থকেরা। সংঘর্ষের সময়কার একটি ভিডিওতে দেখা যায়, এমপি আ স ম ফিরোজ একটি ছাদখোলা গাড়িতে দাঁড়ানো। তাঁর সামনে, পেছনে রাস্তায় নেতা-কর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ‘ফিরোজ ভাই, ফিরোজ ভাই’ বলে স্লোগান দিচ্ছে। তাঁর গাড়ির পাশে ক্যাপ পরা এক ব্যক্তি মিছিলের লোকজনকে সরিয়ে দিয়ে মোতালেব হাওলাদারের ওপর হামলা করার জন্য এগিয়ে যাচ্ছে, তার পেছনে শফি হাওলাদারসহ তাঁর দল অস্ত্রশস্ত্র নিয়ে আসছে। ক্যাপ পরা ওই ব্যক্তিই আ স ম ফিরোজের ভাতিজা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ মনির মোল্লা। তাঁর সঙ্গে থাকা ক্যাডার বাহিনী ছিল ‘শফি’ গ্রুপের। আরেক ছবিতে দেখা যায়, ধারালো অস্ত্র দিয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের ওপর হামলা করছেন লাল গেঞ্জি পরা যুবলীগ কর্মী শফি হাওলাদার।
জানা গেছে, ২০০২ সালে বিএনপি সরকারের আমলে যুবদলের সক্রিয় কর্মী হিসেবে বিভিন্ন মিছিল-সমাবেশে অংশ নিতেন জেলার দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের শফি হাওলাদার। ওই সময়ে দলীয় কোন্দলের কারণে তিনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহজাদা মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। এর পর থেকে আলোচনায় আসেন শফি হাওলাদার। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তিনি সংসদ সদস্যের ভাতিজা ফয়সাল আহমেদ মনির মোল্লার সঙ্গে সখ্য গড়ে তোলেন। এর পর থেকে তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। মনির মোল্লার প্রধান শক্তি হিসেবে প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত তিন মামলার আসামি শফি। ২০১৩ সালের ২৭ অক্টোবর মো. গালিব নামের ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে উপজেলার কালাইয়া বাজারে প্রকাশ্যে কুপিয়ে আহত করেন এই শফি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে, যা বিচারাধীন। পরে ২০২২ সালের ১৩ জানুয়ারি বগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হাওলাদারের পুত্র মো. মাহামুদ হাসানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে শফি হাওলাদারের বিরুদ্ধে। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হলে তিন মাস জেলও খাটেন শফি। সর্বশেষ ১৭ মার্চ মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় তিনি নেতৃত্ব দেন। সর্বশেষ গত ১৭ মার্চ মোতালেব হাওলাদারকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে উপজেলা আওয়ামীলীগের একাংশ। এতে জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু অংশ নিয়ে বক্তব্য দেওয়ায় গত ২২ মার্চ তার বাড়িতে ইউপি চেয়ারম্যান মনির মোল্লার নেতৃত্ব হামলা করেন শফি। তখন তিনি কৃষক লীগ নেতাকে পিটিয়েও জখম করে শফি। এ ঘটনায়ও তাঁর বিরুদ্ধে বাউফল থানায় মামলা হয়েছে।
জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু বলেন, ‘কালাইয়ার বর্তমান চেয়ারম্যান মনির মোল্লার ক্যাডার হিসেবে আছেন শফি। শফি বড় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দেয়, যা দিয়ে কালাইয়াসহ পার্শ্ববর্তী ইউনিয়নে প্রভাব খাটিয়ে আসছে।’
এদিকে মোতালেব হাওলাদারকে কুপিয়ে আহত হওয়ার ঘটনায় ১০ দিনেও শফিসহ কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে সংঘর্ষের সময় সরকারি কাজে বাধা এবং পুলিশ আহত হওয়ার ঘটনায় গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ। তবে এ হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোতালেব হাওলাদারের ছেলে মাহমুদ হাসান।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। তবে শফিসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে