চট্টগ্রামে গুদামে মিলল ১৫ হাজার লিটার সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
Thumbnail image

এবার চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে বাজারের একটি দোকানের দুই গুদাম থেকে ১৫ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আগেরদিন গতকাল রোববার চৌমুহনীর সিডিএ মার্কেটের খাজা স্টোরের গুদাম থেকে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছিল। পরে স্টোরের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করে তেলগুলো খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়েছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে পাহাড়তলী রেলওয়ে বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিরাজ স্টোর নামের একটি দোকানের গুদামে এসব তেল পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান তেল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের আগেই ১ হাজার কার্টনে ১৫ হাজার লিটার তেল গুদামজাত করে সিরাজ স্টোর নামের দোকানটি। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করতে বসুন্ধরা ব্যান্ডের এসব তেল গুদামজাত করা হয়েছে। কম দামে কেনা এসব তেল এখন বর্তমান বাজার দামে বিক্রির চেষ্টা করছিলেন মালিক। অভিযান চালিয়ে আমরা এসব তেল জব্দ করেছি। অভিযান শেষ হলে জরিমানা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত