বাগেরহাট ও মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে হতদরিদ্রদের জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। মাছ চাষের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের নিচ থেকে পাইপ দিয়ে লবণপানি ঢোকানো হচ্ছে ধানি জমিতে। ফলে ধান চাষ করতে পারছেন না জমির মালিকেরা। জমি দখলমুক্ত করার দাবিতে গত বুধবার দুপুরে উপজেলার মিস্ত্রিডাঙ্গা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
জানা গেছে, তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা এলাকার ২০০ বিঘা জমি ‘দখল করে’ দীর্ঘদিন ধরে ঘের করছেন যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদার ও সাবেক ছাত্রলীগ নেতা বাহার হাওলাদার ও তাঁর লোকজন। এমনকি ঘেরের স্বার্থে সরকারি রাস্তা কাটারও অভিযোগ রয়েছে।
তেলিগাতী ইউনিয়ন পরিষদের সদস্য জয় কুমার মণ্ডল বলেন, মিস্ত্রিডাঙ্গা এলাকায় প্রায় ২০০ বিঘা জমি দখল করে দীর্ঘদিন ধরে ঘের করছেন পার্শ্ববর্তী পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান মজুমদার ও তেলিগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাহার হাওলাদার। তাঁদের সঙ্গে স্থানীয় খলিল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, বেলায়েত হাওলাদারসহ বেশ কয়েকজন রয়েছেন। এই ২০০ বিঘার মধ্যে দখলদারদের কোনো জমি নেই। এর মধ্যে স্থানীয় অর্ধশত মানুষের ৮০ থেকে ১০০ বিঘা এবং অন্য এলাকার কয়েকজনের ১০০ বিঘা জমি রয়েছে।
তিনি আরও বলেন, বদিউজ্জামান ও বাহারেরা জমির মালিকদের হাড়ির (ইজারা) টাকাও দেন না। আবার হাড়ির টাকা চাইতে গেলে অনেক খারাপ ব্যবহার করেন। ঘেরে বাগদা চাষের জন্য বেড়িবাঁধ কেটে লবণ পানি ঢুকিয়ে ধানেরও ক্ষতি করছেন তাঁরা।
তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, ‘অন্য ইউনিয়ন থেকে এসে গায়ের জোরে মিস্ত্রিডাঙ্গা এলাকার মানুষের জমি দখল করে খাচ্ছে। এলাকার মানুষ তাঁর কাছেও অভিযোগ দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।’
অভিযুক্ত পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান মজুমদার বলেন, কৃষক ও স্থানীয়রা যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। ওই ঘেরে তাঁর বাবা ও চাচাদের ১২ বিঘা জমি রয়েছে। তাঁরা কারও জমি দখল করেননি। অন্য যাঁদের জমি রয়েছে, তাঁদের নিয়মিত হাড়ির টাকা দিয়েই ঘের করা হয়।
তেলিগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাহার হাওলাদার বলেন, এই ঘেরে প্রায় ৬০ জন লোকের জমি রয়েছে। তাঁদের মধ্যে ৫৪ জন তাঁদের সঙ্গে রয়েছেন। তাঁরা কারও সঙ্গে জোর জবরদস্তি করেননি। সবাই স্বেচ্ছায় তাঁদের কাছে জমি ইজারা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘের সংক্রান্ত দুটি অভিযোগ পেয়েছেন। আগামী রোববার ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় জমির মালিক ও কৃষকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের মোরেলগঞ্জে হতদরিদ্রদের জমি দখল করে মাছের ঘের করার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। মাছ চাষের সুবিধার্থে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের নিচ থেকে পাইপ দিয়ে লবণপানি ঢোকানো হচ্ছে ধানি জমিতে। ফলে ধান চাষ করতে পারছেন না জমির মালিকেরা। জমি দখলমুক্ত করার দাবিতে গত বুধবার দুপুরে উপজেলার মিস্ত্রিডাঙ্গা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
জানা গেছে, তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা এলাকার ২০০ বিঘা জমি ‘দখল করে’ দীর্ঘদিন ধরে ঘের করছেন যুবলীগ নেতা বদিউজ্জামান মজুমদার ও সাবেক ছাত্রলীগ নেতা বাহার হাওলাদার ও তাঁর লোকজন। এমনকি ঘেরের স্বার্থে সরকারি রাস্তা কাটারও অভিযোগ রয়েছে।
তেলিগাতী ইউনিয়ন পরিষদের সদস্য জয় কুমার মণ্ডল বলেন, মিস্ত্রিডাঙ্গা এলাকায় প্রায় ২০০ বিঘা জমি দখল করে দীর্ঘদিন ধরে ঘের করছেন পার্শ্ববর্তী পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান মজুমদার ও তেলিগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাহার হাওলাদার। তাঁদের সঙ্গে স্থানীয় খলিল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, বেলায়েত হাওলাদারসহ বেশ কয়েকজন রয়েছেন। এই ২০০ বিঘার মধ্যে দখলদারদের কোনো জমি নেই। এর মধ্যে স্থানীয় অর্ধশত মানুষের ৮০ থেকে ১০০ বিঘা এবং অন্য এলাকার কয়েকজনের ১০০ বিঘা জমি রয়েছে।
তিনি আরও বলেন, বদিউজ্জামান ও বাহারেরা জমির মালিকদের হাড়ির (ইজারা) টাকাও দেন না। আবার হাড়ির টাকা চাইতে গেলে অনেক খারাপ ব্যবহার করেন। ঘেরে বাগদা চাষের জন্য বেড়িবাঁধ কেটে লবণ পানি ঢুকিয়ে ধানেরও ক্ষতি করছেন তাঁরা।
তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আক্তার বলেন, ‘অন্য ইউনিয়ন থেকে এসে গায়ের জোরে মিস্ত্রিডাঙ্গা এলাকার মানুষের জমি দখল করে খাচ্ছে। এলাকার মানুষ তাঁর কাছেও অভিযোগ দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।’
অভিযুক্ত পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান মজুমদার বলেন, কৃষক ও স্থানীয়রা যে অভিযোগ করেছেন তার কোনো ভিত্তি নেই। ওই ঘেরে তাঁর বাবা ও চাচাদের ১২ বিঘা জমি রয়েছে। তাঁরা কারও জমি দখল করেননি। অন্য যাঁদের জমি রয়েছে, তাঁদের নিয়মিত হাড়ির টাকা দিয়েই ঘের করা হয়।
তেলিগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাহার হাওলাদার বলেন, এই ঘেরে প্রায় ৬০ জন লোকের জমি রয়েছে। তাঁদের মধ্যে ৫৪ জন তাঁদের সঙ্গে রয়েছেন। তাঁরা কারও সঙ্গে জোর জবরদস্তি করেননি। সবাই স্বেচ্ছায় তাঁদের কাছে জমি ইজারা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘের সংক্রান্ত দুটি অভিযোগ পেয়েছেন। আগামী রোববার ঘটনাস্থল পরিদর্শন এবং স্থানীয় জমির মালিক ও কৃষকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪