নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করে পাঠানো চিঠির বিষয়টি অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জানতে চাইলে দুদকের একাধিক কর্মকর্তা খবরটি মিথ্যা বলে দাবি করেন।
ড. ইউনূসকে তলবের বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, একদম ফেক। কোনো সত্যতা নেই। যেসব সাংবাদিক এ তথ্য ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করেন।
দুদকের তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান বলেন, ‘এটা মিথ্যা সংবাদ। তলব করলে তো আমিই করতাম। আমি তদন্তকারী কর্মকর্তা।’ দুদকের সচিব মাহবুব হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
আজ মঙ্গলবার ড. ইউনূসসহ ১৩ ব্যক্তিকে দুদকে তলবের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ-সংক্রান্ত একটি চিঠি আজকের পত্রিকার কাছে রয়েছে। ওই চিঠিতে প্রাপকের ঠিকানায় ড. ইউনূসের ঠিকানা উল্লেখ করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর দুদক থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় বক্তব্য প্রদানের জন্য ৫ অক্টোবর দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুদকের চিঠিটি পেয়েছি। এ বিষয়ে দুদককে পাল্টা চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে ৫ অক্টোবর ড. ইউনূস দুদকে যাবেন বলেও নিশ্চিত করেছেন।’
এ বিষয়ে আজ দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এটা তো আমার জানার কথা নয়। আইও জানবেন। কারণ তাঁকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাসংক্রান্ত বিষয়ে কারও বক্তব্যের দরকার হলে তাঁকে তলব করতেই পারেন তদন্তকারী কর্মকর্তা।’
অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করে পাঠানো চিঠির বিষয়টি অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জানতে চাইলে দুদকের একাধিক কর্মকর্তা খবরটি মিথ্যা বলে দাবি করেন।
ড. ইউনূসকে তলবের বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, একদম ফেক। কোনো সত্যতা নেই। যেসব সাংবাদিক এ তথ্য ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করেন।
দুদকের তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান বলেন, ‘এটা মিথ্যা সংবাদ। তলব করলে তো আমিই করতাম। আমি তদন্তকারী কর্মকর্তা।’ দুদকের সচিব মাহবুব হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
আজ মঙ্গলবার ড. ইউনূসসহ ১৩ ব্যক্তিকে দুদকে তলবের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ-সংক্রান্ত একটি চিঠি আজকের পত্রিকার কাছে রয়েছে। ওই চিঠিতে প্রাপকের ঠিকানায় ড. ইউনূসের ঠিকানা উল্লেখ করা হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর দুদক থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগের মামলায় বক্তব্য প্রদানের জন্য ৫ অক্টোবর দুপুর ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা দুদকের চিঠিটি পেয়েছি। এ বিষয়ে দুদককে পাল্টা চিঠিও দেওয়া হয়েছে। চিঠিতে ৫ অক্টোবর ড. ইউনূস দুদকে যাবেন বলেও নিশ্চিত করেছেন।’
এ বিষয়ে আজ দুদক কার্যালয় থেকে বের হওয়ার সময় সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এটা তো আমার জানার কথা নয়। আইও জানবেন। কারণ তাঁকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাসংক্রান্ত বিষয়ে কারও বক্তব্যের দরকার হলে তাঁকে তলব করতেই পারেন তদন্তকারী কর্মকর্তা।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে