মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

অনলাইন ডেস্ক
Thumbnail image
মিজোরামে আটক অস্ত্র। ছবি: সংগৃহীত

মিয়ানমারভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী চিন ন্যাশনাল ফ্রন্টের (সিএনএফ) পাঁচ সন্দেহভাজন সদস্যকে আটক করেছে ভারতের মিজোরাম রাজ্যের পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে গোষ্ঠীটির এক শীর্ষ নেতাও আছেন। গতকাল বুধবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা উত্তর-পূর্ব ভারতের মধ্য দিয়ে সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে বেআইনিভাবে অস্ত্র পাচারের সঙ্গে জড়িত।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মিজোরামের মামিত জেলার সাইথাহ গ্রামের পাশের একটি প্রত্যন্ত এলাকা থেকে পুলিশের বিশেষ দল এবং গোয়েন্দা সংস্থা অভিযানের মাধ্যমে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, মিয়ানমার ও বাংলাদেশের দুটি প্রভাবশালী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি বড় অস্ত্র চুক্তির পরিকল্পনা চলছিল।

অভিযানে ৬টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০টি গুলি এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মিজোরাম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘তদন্তে উঠে এসেছে যে এই অস্ত্রশস্ত্র মিয়ানমারের চিন ন্যাশনাল ফ্রন্ট বা সিএনএফ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-পি) মধ্যে লেনদেনের কথা ছিল।’

গ্রেপ্তারকৃতদের একজন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর এক পরিচিত নেতা। তবে এই ঘটনায় তাঁর ভূমিকা এবং এই ঘটনার পরিকল্পনার গভীরতা কতটা তা জানতে এখনো তদন্ত করছে মিজোরাম পুলিশ।

মিজোরাম পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এটি মিজোরামে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অস্ত্র উদ্ধার অভিযান। এই বিষয়টি এই অঞ্চলে অবৈধ অস্ত্র চোরাচালানের বিষয়ে এক স্পষ্ট চিত্র তুলে ধরে। এটি অবৈধ অস্ত্র পাচারের আন্তর্জাতিক চেহারাও তুলে ধরে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চলমান হুমকিগুলোকেও ফুটিয়ে তোলে।’

অস্ত্র উদ্ধারের ঘটনায় মিজোরামের মামিত জেলার পশ্চিম ফাইলেং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং অস্ত্র পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত