প্রতিনিধি
বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতলপাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্বকামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শীতলপাটি শিল্পী বাবুল দত্ত জানান, রোববার দুপুরে হঠাৎ পাইত্রা বাগানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও পাইত্রা বাগানটি রক্ষা করা যায়নি। আগুন ও ধোঁয়ায় বাগানের অধিকাংশ গাছ পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পাইত্রা বাগানের মালিক বিবেকানন্দ পাটকির জানান, বাগানটিতে প্রায় ১ হাজার গাছ ছিল। সবগুলো গাছই পুড়ে গেছে। করোনার কারণে শীতলপাটি বিক্রি করা যাচ্ছে না। এরমধ্যে বাগানটিও পুড়ে গেল। এতে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষটি অবহিত করেছেন বলেও জানান তিনি।
স্থানীয় শীতলপাটি শিল্পীরা জানান, এই গ্রাম ও পাশের গ্রাম মিলিয়ে অন্তত ৫০ ঘর শিল্পী পরিবার আছে। যাদের প্রধান পেশা শীতলপাটি তৈরি করা। বংশ পরম্পরায় তাঁরা শীতলপাটি বানিয়ে বাজারে বিক্রি করে আসছেন। বাগান ধ্বংস হয়ে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, শীতলপাটির কাঁচামাল তৈরির বাগানে আগুন দেয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় পাটকির সমিতির সভাপতি রনজিৎ দত্ত ও উপদেষ্টা রফিকুল আলম। তাঁরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় শীতলপাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পূর্বকামদেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
শীতলপাটি শিল্পী বাবুল দত্ত জানান, রোববার দুপুরে হঠাৎ পাইত্রা বাগানের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও পাইত্রা বাগানটি রক্ষা করা যায়নি। আগুন ও ধোঁয়ায় বাগানের অধিকাংশ গাছ পুড়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
পাইত্রা বাগানের মালিক বিবেকানন্দ পাটকির জানান, বাগানটিতে প্রায় ১ হাজার গাছ ছিল। সবগুলো গাছই পুড়ে গেছে। করোনার কারণে শীতলপাটি বিক্রি করা যাচ্ছে না। এরমধ্যে বাগানটিও পুড়ে গেল। এতে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হতে হবে। ইতিমধ্যে ঝালকাঠি জেলা প্রশাসক ও নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষটি অবহিত করেছেন বলেও জানান তিনি।
স্থানীয় শীতলপাটি শিল্পীরা জানান, এই গ্রাম ও পাশের গ্রাম মিলিয়ে অন্তত ৫০ ঘর শিল্পী পরিবার আছে। যাদের প্রধান পেশা শীতলপাটি তৈরি করা। বংশ পরম্পরায় তাঁরা শীতলপাটি বানিয়ে বাজারে বিক্রি করে আসছেন। বাগান ধ্বংস হয়ে যাওয়ায় তাঁদের জীবিকা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, শীতলপাটির কাঁচামাল তৈরির বাগানে আগুন দেয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পাটি তৈরির কাঁচামাল পাইত্রা বাগানে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল বিভাগীয় পাটকির সমিতির সভাপতি রনজিৎ দত্ত ও উপদেষ্টা রফিকুল আলম। তাঁরা এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে