গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
পাঁচ বছর আগে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেন আজাদ হোসেন ওরফে কালু। এরপর তিনি লেবাননে পালিয়ে যান। সেই ঘটনার সাড়ে পাঁচ বছর পর গতকাল শনিবার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি।
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরন করে ধর্ষণ ও হত্যা করেন আজাদ হোসেন ওরফে কালু। ওই সময় তাঁকে প্রধান আসামি করে গৌরনদী থানায় মামলা করা হয়। এখন তাঁর বয়স ৩০ বছর। গৌরনদী মডেল থানা পুলিশ তাঁকে ঢাকা থেকে নিয়ে এসে আজ রোববার আদালতে সোপর্দ করেছে।
বিমানবন্দর থানার পরিদর্শক (ওসি-অপারেশন) মো. মুজাহিদুল ইসলাম জানান, গতকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছেন গৌরনদীর ওই অপহরণ করে ধর্ষন ও হত্যা মামলার প্রধান আসামি আজাদ হোসেন। আগে থেকেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইমিগ্রেশনে তাঁকে আটক করে বিমানবন্দর থানাকে অবহিত করা হয়। তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানায় বার্তা পাঠায়।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, বিমানবন্দর থানা পুলিশ ওই ছাত্রী হত্যার মামলার প্রধান আসামি আজাদ হোসেনকে গ্রেপ্তার করে আমাদের অবহিত করলে সেখান থেকে আসামিকে গৌরনদী নিয়ে আসা হয়। এরপর আজ আদালতরে মাধ্যমে তাঁকে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার, বাদী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে একই উপজেলার ধানডোবা গ্রামের লাল মিয়া চৌকিদারের ছেলে আজাদ হোসেন উত্ত্যক্ত করে আসছিলেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজাদ তাকে অপহরণের হুমকি দেন। ছাত্রীকে একাধিকবার অপহরণের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। অপহরণের চেষ্টার ঘটনায় গৌরনদী মডেল থানায় একাধিক জিডি করা হয়। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি আজাদ হোসেন তাঁর সহযোগী সন্ত্রাসীদের নিয়ে ছাত্রীকে অপহরণ করেন। ২ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলার সুন্দরদী মহল্লার রাজু ঘরামীর বাড়ির পাশে একটি ডোবা থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়, ছাত্রীর মরদেহের পেটের সঙ্গে দড়ি দিয়ে শিলপাটা বাঁধা ছিল। গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো ছিল। এ ছাড়া শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। ২০১৬ সালের ২ ফ্রেবুয়ারি নিহত ছাত্রীর বাবা মো. আইনুল হক বাদী হয়ে আজাদ হোসেন কালুকে প্রধান আসামি করে মোট আট জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। ঘটনার কয়েক দিন পরে কালু পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে লেবাননে পালিয়ে যান।
মামলাটি ২০১৬ সালের ৬ এপ্রিল তদন্তের জন্য বরিশাল গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দিন বলেন, মামলাটি তদন্তকালে ৩৪ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে তদন্ত শেষে আজাদ হোসেন ওরফে কালুকে প্রধান আসামি করে তিন আসামিকে হত্যা মামলায় অভিযুক্ত করে চলতি বছরের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং পাঁচ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগপত্রে আসামিকে পলাতক দেখানো হয়েছে।
পাঁচ বছর আগে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেন আজাদ হোসেন ওরফে কালু। এরপর তিনি লেবাননে পালিয়ে যান। সেই ঘটনার সাড়ে পাঁচ বছর পর গতকাল শনিবার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন তিনি।
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরন করে ধর্ষণ ও হত্যা করেন আজাদ হোসেন ওরফে কালু। ওই সময় তাঁকে প্রধান আসামি করে গৌরনদী থানায় মামলা করা হয়। এখন তাঁর বয়স ৩০ বছর। গৌরনদী মডেল থানা পুলিশ তাঁকে ঢাকা থেকে নিয়ে এসে আজ রোববার আদালতে সোপর্দ করেছে।
বিমানবন্দর থানার পরিদর্শক (ওসি-অপারেশন) মো. মুজাহিদুল ইসলাম জানান, গতকাল সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে পৌঁছেন গৌরনদীর ওই অপহরণ করে ধর্ষন ও হত্যা মামলার প্রধান আসামি আজাদ হোসেন। আগে থেকেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় ইমিগ্রেশনে তাঁকে আটক করে বিমানবন্দর থানাকে অবহিত করা হয়। তখন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গৌরনদী মডেল থানায় বার্তা পাঠায়।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, বিমানবন্দর থানা পুলিশ ওই ছাত্রী হত্যার মামলার প্রধান আসামি আজাদ হোসেনকে গ্রেপ্তার করে আমাদের অবহিত করলে সেখান থেকে আসামিকে গৌরনদী নিয়ে আসা হয়। এরপর আজ আদালতরে মাধ্যমে তাঁকে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার, বাদী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে একই উপজেলার ধানডোবা গ্রামের লাল মিয়া চৌকিদারের ছেলে আজাদ হোসেন উত্ত্যক্ত করে আসছিলেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজাদ তাকে অপহরণের হুমকি দেন। ছাত্রীকে একাধিকবার অপহরণের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। অপহরণের চেষ্টার ঘটনায় গৌরনদী মডেল থানায় একাধিক জিডি করা হয়। ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি আজাদ হোসেন তাঁর সহযোগী সন্ত্রাসীদের নিয়ে ছাত্রীকে অপহরণ করেন। ২ ফেব্রুয়ারি গৌরনদী উপজেলার সুন্দরদী মহল্লার রাজু ঘরামীর বাড়ির পাশে একটি ডোবা থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়, ছাত্রীর মরদেহের পেটের সঙ্গে দড়ি দিয়ে শিলপাটা বাঁধা ছিল। গলায় প্লাস্টিকের দড়ি পেঁচানো ছিল। এ ছাড়া শরীরে বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। ২০১৬ সালের ২ ফ্রেবুয়ারি নিহত ছাত্রীর বাবা মো. আইনুল হক বাদী হয়ে আজাদ হোসেন কালুকে প্রধান আসামি করে মোট আট জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। ঘটনার কয়েক দিন পরে কালু পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশ ছেড়ে লেবাননে পালিয়ে যান।
মামলাটি ২০১৬ সালের ৬ এপ্রিল তদন্তের জন্য বরিশাল গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দিন বলেন, মামলাটি তদন্তকালে ৩৪ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে তদন্ত শেষে আজাদ হোসেন ওরফে কালুকে প্রধান আসামি করে তিন আসামিকে হত্যা মামলায় অভিযুক্ত করে চলতি বছরের ১৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয় এবং পাঁচ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগপত্রে আসামিকে পলাতক দেখানো হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে