মুলাদী(বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধের জেরে সংঘাতের শঙ্কায় একটি বিদ্যালয়ে তালা দেওয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছে ২ শতাধিক শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার পূর্ব নাজিরপুর গ্রামের জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ে তালা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে চাবি জমা দেন প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভুক্ত নয়। শুরু থেকে এর যাবতীয় খরচ বহন করছিলেন আওয়ামী লীগ নেতা আবু হানিফ। তাঁকে প্রতিষ্ঠাতা হিসেবে এলাকার সবাই জানেন। এখন উপজেলা বিএনপির সদস্য মো. কুতুব উদ্দীন নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিদ্যালয়ে হানিফের প্রবেশে নিষেধাজ্ঞা দেন।
শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, দুজন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করায় স্থানীয়দের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। এতে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। তাই শিক্ষকেরা বিদ্যালয় বন্ধ করে প্রশাসনের কাছে চাবি হস্তান্তর করেছেন।
এ ব্যাপারে কুতুব বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে আমাকে প্রতিষ্ঠাতার স্বীকৃতি দিয়েছে। বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়ে আবু হানিফের পরিবর্তে আমাকে নিয়ে কাজ করতে বলেছি। তিনি বিদ্যালয় বন্ধ করেছেন কি না, জানা নেই।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ করে আবেদনসহ চাবি জমা দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে।’
বরিশালের মুলাদীতে প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধের জেরে সংঘাতের শঙ্কায় একটি বিদ্যালয়ে তালা দেওয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছে ২ শতাধিক শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার পূর্ব নাজিরপুর গ্রামের জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ে তালা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে চাবি জমা দেন প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এমপিওভুক্ত নয়। শুরু থেকে এর যাবতীয় খরচ বহন করছিলেন আওয়ামী লীগ নেতা আবু হানিফ। তাঁকে প্রতিষ্ঠাতা হিসেবে এলাকার সবাই জানেন। এখন উপজেলা বিএনপির সদস্য মো. কুতুব উদ্দীন নিজেকে প্রতিষ্ঠাতা দাবি করে বিদ্যালয়ে হানিফের প্রবেশে নিষেধাজ্ঞা দেন।
শিক্ষার্থীদের অভিভাবকেরা জানান, দুজন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করায় স্থানীয়দের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে। এতে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। তাই শিক্ষকেরা বিদ্যালয় বন্ধ করে প্রশাসনের কাছে চাবি হস্তান্তর করেছেন।
এ ব্যাপারে কুতুব বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে আমাকে প্রতিষ্ঠাতার স্বীকৃতি দিয়েছে। বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়ে আবু হানিফের পরিবর্তে আমাকে নিয়ে কাজ করতে বলেছি। তিনি বিদ্যালয় বন্ধ করেছেন কি না, জানা নেই।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয় বন্ধ করে আবেদনসহ চাবি জমা দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টা চলছে।’
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪