Ajker Patrika

আগৈলঝাড়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ০৩ জুলাই ২০২১, ২০: ২৪
আগৈলঝাড়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ সোমবার বরিশাল আদালতে আসামিদের প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন-জাকির সরদার, বাচ্চু খান ও শাহআলম বয়াতি। 

থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শিহিপাশা কুমারভাঙ্গা গ্রাম থেকে আমজেদ বয়াতির ছেলে মাদক ব্যবসায়ী শাহআলম বয়াতিকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে রোববার রাতেই মাদক ব্যবসায়ী শাহআলম বয়াতিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

অপরদিকে একইদিনে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রাম থেকে মাদক ব্যবসায়ী জাকির সরদার (৪৫) ও মাদক ব্যবসায়ী বাচ্চু খানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে রোববার রাতেই মাদক ব্যবসায়ী জাকির সরদার ও বাচ্চু খানকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত