মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ার ঘটনায় সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁর বদলির আদেশ দেওয়া হয়।
সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
পিরোজপুরের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পিরোজপুর অংশে ড্রেন নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) নিয়ে এ অনিয়মের ঘটনা ঘটেছে।
বিল দেওয়ার সঙ্গে জড়িত আরও দুজন হলেন— পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমন। তাঁদের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার বিল পেয়ে যাওয়ায় আরসিসি ড্রেন নির্মাণের কাজ যেনতেনভাবে করা হচ্ছিল। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকবার কাজ বন্ধ করে দেয়। এই অনিয়মের সংবাদ গত ১৯ এপ্রিল আজকের পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়। এরপর পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হলো।
এ ব্যাপারে পিরোজপুর সড়ক বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘চলতি বছরের ২৬ জানুয়ারি এখানে যোগদান করেছি। কাজের আগেই চূড়ান্ত বিল প্রদানের বিষয়ে কোনো তথ্যই আমার কাছে নেই। তবে উপ-সহকারী প্রকৌশলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে।’
কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়ার ঘটনায় সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁর বদলির আদেশ দেওয়া হয়।
সড়ক বিভাগের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
পিরোজপুরের চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের পিরোজপুর অংশে ড্রেন নির্মাণকাজ (মঠবাড়িয়া বাজার অংশ) নিয়ে এ অনিয়মের ঘটনা ঘটেছে।
বিল দেওয়ার সঙ্গে জড়িত আরও দুজন হলেন— পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী (বর্তমানে বরিশাল সড়ক বিভাগে আছেন) মাসুদ মাহমুদ সুমন। তাঁদের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার বিল পেয়ে যাওয়ায় আরসিসি ড্রেন নির্মাণের কাজ যেনতেনভাবে করা হচ্ছিল। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী কয়েকবার কাজ বন্ধ করে দেয়। এই অনিয়মের সংবাদ গত ১৯ এপ্রিল আজকের পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়। এরপর পিরোজপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আলী আকবরকে মাদারীপুরে বদলি করা হলো।
এ ব্যাপারে পিরোজপুর সড়ক বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, ‘চলতি বছরের ২৬ জানুয়ারি এখানে যোগদান করেছি। কাজের আগেই চূড়ান্ত বিল প্রদানের বিষয়ে কোনো তথ্যই আমার কাছে নেই। তবে উপ-সহকারী প্রকৌশলী আকবরকে মাদারীপুরে বদলি করা হয়েছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে