নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থেকে সরে আসার প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় নেবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, ‘আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতিমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ বিষয়ে জোরালো সমর্থন দিয়েছেন।’
জানতে চাইলে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, গুচ্ছ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে গরিব, কিন্তু মেধাবী সাধারণ ছাত্র-ছাত্রী ভর্তিতে সহজে সুযোগ পেত। সাধারণ শিক্ষার্থীদের ভর্তিতে বাড়তি খরচ হতো না।
গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা থেকে সরে আসার প্রাথমিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতকের (সম্মান) ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অর্থাৎ নিজস্ব ব্যবস্থাপনায় নেবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, ‘আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। ইতিমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ বিষয়ে জোরালো সমর্থন দিয়েছেন।’
জানতে চাইলে বরিশাল শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, গুচ্ছ পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোতে গরিব, কিন্তু মেধাবী সাধারণ ছাত্র-ছাত্রী ভর্তিতে সহজে সুযোগ পেত। সাধারণ শিক্ষার্থীদের ভর্তিতে বাড়তি খরচ হতো না।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪