বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি লুট

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি 
Thumbnail image
প্রতীকী ছবি

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক বিএনপি নেতার হাত-পা বেঁধে বাড়ি থেকে মালপত্র লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে কিসমত শ্রীনগরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল করিম হাওলাদার মাধবখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি থেকে দুটি সোনার চেইন, দুটি কানের দুল, দুটি আংটি ও ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

মুদি ব্যবসায়ী করিম জানান, তিনি রাত ১০টার দিকে দোকান থেকে বাড়িতে এসে ঘুমিয়ে যান। ১টার দিকে জানালা ভেঙে ৪-৫ জন দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীর ও তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারি ও শোকেসে থাকা সোনা ও টাকা লুটে নেয়।

একই ইউনিয়নে একই রাতে যুবলীগের এক নেতার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। বাজিতা গ্রামে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনির খানের বাড়িতে এ চুরি হয়। মনির বলেন, ‘সকালে গরুগুলো গোয়ালঘর থেকে নামাতে গিয়ে দেখি, একটি গাভি ও দুটি বাছুরের একটিও নেই। যেগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।’

দুটি ঘটনার বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত