দশমিনায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ কৃষ্ণভক্তের মৃত্যু

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 
Thumbnail image
দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন দেবাংসু হাওলাদার। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে কৃষ্ণ ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে আহত এক কৃষ্ণভক্তের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মৃত ব্যক্তি হলেন রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের কৃষ্ণভক্ত অমল্য হাওলাদারের ছেলে দেবাংসু হাওলাদার (কালু)।

পারিবারিক সূত্রে জানা গেছে, দশমিনায় উপজেলা রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় এবং বুধবার সকালে কৃষ্ণভক্ত ও মতুয়া সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় সম্প্রদায়ের ২৪ জন আহত হন। উভয় দলের ৭-৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে পাঠানো হয়।

কৃষ্ণভক্ত আহত দেবাংসু হাওলাদারের অবস্থা গুরুতর হলে তাঁকে ১৮ জানুয়ারি ঢামেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এই ঘটনায় কৃষ্ণভক্তের ভবরজ্ঞন হাওলাদার বাদী হয়ে মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে ১৬ জানুয়ারি দশমিনা থানায় এজাহার দাখিল করেন। মামলায় ৪ নম্বর সাক্ষী ছিলেন দেবাংসু হাওলাদার। দেবাংসু হাওলাদার দীর্ঘ সাত দিন চিকিৎসার পর মঙ্গলবার সন্ধ্যায় ঢামেক হাসপাতালে মারা যান।

ভবরজ্ঞন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ ও ১৫ জানুয়ারি মতুয়া সম্প্রদায় দফায় দফায় আমাদের কৃষ্ণভক্তদের ওপর হামলা ও আহত করে। এই ঘটনায় আমি বাদী হয়ে দশমিনা থানায় মতুয়া সম্প্রদায়ের ২৭ জনকে আসামি করে এজাহার দাখিল করি। ওই মামলার ৪ নম্বর সাক্ষী দেবাংসু হাওলাদার। দেবাংসু হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জানুয়ারি ভর্তি করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের পর বুধবার সন্ধ্যায় দশমিনায় গ্রামের বাড়ি এসে পৌঁছাবে।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, ‘দেবাংসু হাওলাদারের মৃত্যুর কথা কৃষ্ণভক্ত ভবরজ্ঞন আমাকে জানান। আমি দেবাংসু হাওলাদারের মৃত্যুর কথা শুনে রাতে আউলিপুর গিয়াছিলাম, ২-৩ ঘণ্টা অবস্থান করে চলে আসি। আজ বুধবার সন্ধ্যায় দেবাংসু হাওলাদারের মরদেহ বাড়িতে আসার কথা আছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত