অনলাইন ডেস্ক
বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি প্রথমে তাঁর নাম বিজয় দাস বলে দাবি করেন। তিনি থানে শহরের একটি বারে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে সাইফ আলী খান তাঁর বান্দ্রার বাড়িতে একজন অনুপ্রবেশকারী দ্বারা ছুরিকাঘাতের শিকার হন। তাকে ছয়টি ছুরিকাঘাত করা হয়, যার মধ্যে গলায় এবং মেরুদণ্ডের কাছে আঘাত ছিল। গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে লিলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার করে তাঁর মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ব্লেডের টুকরো বের করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ আলী খান এখন সুস্থ হচ্ছেন।
এর আগে শনিবার সকালে ছত্তিশগড়ের একটি রেলওয়ে স্টেশন থেকে আকাশ কৈলাশ কান্নোজিয়া নামে ৩১ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) জানায়, মুম্বাই পুলিশের নেতৃত্বে এই সন্দেহভাজনকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রের বরাতে গণমাধ্যমে বলা হয়েছে, আটক ওই ব্যক্তি সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির মতো দেখতে।
এর আগে ঘটনার এক দিন পর প্রকাশ্যে আনা হয় সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা সেই দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাঁকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও সে সময় তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি মুম্বাই পুলিশ।
বলিউড তারকা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে হামলার অভিযোগে মোহাম্মদ আলিয়ান নামে এক যুবককে আটক করেছে মুম্বাই পুলিশ। আজ রোববার সকালে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি প্রথমে তাঁর নাম বিজয় দাস বলে দাবি করেন। তিনি থানে শহরের একটি বারে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে সাইফ আলী খান তাঁর বান্দ্রার বাড়িতে একজন অনুপ্রবেশকারী দ্বারা ছুরিকাঘাতের শিকার হন। তাকে ছয়টি ছুরিকাঘাত করা হয়, যার মধ্যে গলায় এবং মেরুদণ্ডের কাছে আঘাত ছিল। গুরুতর আহত অবস্থায় সাইফ আলী খানকে লিলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে জরুরি অস্ত্রোপচার করে তাঁর মেরুদণ্ড থেকে আড়াই ইঞ্চি ব্লেডের টুকরো বের করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফ আলী খান এখন সুস্থ হচ্ছেন।
এর আগে শনিবার সকালে ছত্তিশগড়ের একটি রেলওয়ে স্টেশন থেকে আকাশ কৈলাশ কান্নোজিয়া নামে ৩১ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) জানায়, মুম্বাই পুলিশের নেতৃত্বে এই সন্দেহভাজনকে ধরা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রের বরাতে গণমাধ্যমে বলা হয়েছে, আটক ওই ব্যক্তি সাইফকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির মতো দেখতে।
এর আগে ঘটনার এক দিন পর প্রকাশ্যে আনা হয় সাইফ আলী খানকে ছুরিকাঘাত করা সেই দুষ্কৃতকারী যুবকের ছবি। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে আপৎকালীন সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় তাঁকে। তবে ছবিতে চেহারা দেখা গেলেও সে সময় তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি মুম্বাই পুলিশ।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪