রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমা (৬২) নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরফিন শরীফ পাটোয়ারি (২৫) নামে একজনকে আটক করেছেন পুলিশ।
আটককৃত আরফিন শরীফ পাটোয়ারি রামগড় রেস্ট হাউসের কর্মচারী আবু আহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমার মাথায় ইট দিয়ে আঘাত করেন আরেফীন শরীফ। তিনি ইটের আঘাতে অচেতন হয়ে পড়লে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা আগুন নিভিয়ে তাঁকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চাইথোয়াই মারমাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. নরেন জানান, চাইথোয়াই মারমার শরীরে ৭০ শতাংশ অংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে অংশেউ মারমা বলেন, ঘাতক আরফিন শরীফ পাটোয়ারি আমাদের প্রতিবেশী। সম্প্রতি সে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আমার বাবা থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ বলেন, শরীফ একজন মাদকাসক্ত। এক মাস আগে তাঁকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তাঁর বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী বলেন, ঘটনার পর আরফিন শরীফ পাটোয়ারিকে বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
খাগড়াছড়ির রামগড়ে পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমা (৬২) নামে এক ব্যক্তিকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরফিন শরীফ পাটোয়ারি (২৫) নামে একজনকে আটক করেছেন পুলিশ।
আটককৃত আরফিন শরীফ পাটোয়ারি রামগড় রেস্ট হাউসের কর্মচারী আবু আহাম্মদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে চাইথোয়াই মারমার মাথায় ইট দিয়ে আঘাত করেন আরেফীন শরীফ। তিনি ইটের আঘাতে অচেতন হয়ে পড়লে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা আগুন নিভিয়ে তাঁকে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চাইথোয়াই মারমাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডা. নরেন জানান, চাইথোয়াই মারমার শরীরে ৭০ শতাংশ অংশ পুড়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে অংশেউ মারমা বলেন, ঘাতক আরফিন শরীফ পাটোয়ারি আমাদের প্রতিবেশী। সম্প্রতি সে আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আমার বাবা থানায় অভিযোগ করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে আজ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
স্থানীয় কাউন্সিলর আহসান উল্যাহ বলেন, শরীফ একজন মাদকাসক্ত। এক মাস আগে তাঁকে বিয়ে করানো হলে তিন দিনের মাথায় সংসার ভেঙে যায়। তাঁর বিরুদ্ধে এলাকায় অনেক অভিযোগ রয়েছে।
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান উদ্দিন কাজেমী বলেন, ঘটনার পর আরফিন শরীফ পাটোয়ারিকে বাড়ি থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা সে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে