চট্টগ্রামে ধর্ষণের পর আট বছরের শিশুকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯: ৫৯
Thumbnail image

চট্টগ্রামের পোর্ট কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, ধর্ষণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। 

আজ রোববার সকালে বন্দর থানাধীন পোর্ট কলোনির ৮ নম্বর রোডে একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিশুর বাবা পেশায় একজন রিকশাচালক। আর তাঁর মা ভিক্ষা করেন। শিশুটিও কোনো কোনো সময় ভিক্ষা করত। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। চট্টগ্রাম নগরের একটি এলাকায় থাকত তারা। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা আজকের পত্রিকাকে বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্তের পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। 

শাকিলা সুলতানা বলেন, শিশুটির মা ভিক্ষাবৃত্তি করেন। শনিবার দুপুরে দোকানে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে শিশুটি টাকা নিয়ে বাসার বাইরে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা রাতে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। রোববার সকালে পোর্ট কলোনির একটি পরিত্যক্ত ভবনের ভেতর থাকা শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

চট্টগ্রামের পোর্ট কলোনিতে একটি পরিত্যক্ত ভবনের ভেতর থেকে পাওয়া যায় শিশুর মরদেহপুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ছাড়া শিশুটিকে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ, ডিবিসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। 

শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে জানায় পুলিশ। 

এদিকে মেয়ের মরদেহ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তার মা। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার বুকের ধন আমার কাছে ফিরিয়ে দেন। আমার মেয়ের তো কোনো অপরাধ ছিল না! তাকে কেন মারল, কারা মারল, আমি বিচার চাই।’ এ সময় তাঁর স্বামী তাঁদের আরেক কোলের বাচ্চাকে নিয়ে অঝোরে কাঁদতে থাকেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত