সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের থাবাংচুতে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় দিকে ব্যবসায়ীর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে নিহতের বড় ভাই গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাংলাদেশি ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা মাসুদ (৩৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদিন মেম্বারের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় চারজনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল ওই প্রতিষ্ঠানে ঢুকে মাসুদকে পেছন থেকে গুলি করে হত্যা করে। এ সময় দোকানে থাকা ফেনীর দাগনভূঞা এলাকার সাখাওয়াত হোসেন নামে আরেকজনের পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন। এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরা পুরো ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল লুট করে নিয়ে যায়।
নিহতের ভাই গোলাম সারওয়ার জানান, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় যান মাসুদ। সেখানে অপর এক বাঙালির সঙ্গে মিলে ব্যবসা করতেন তিনি। সর্বশেষ তিনি ২০১৯ সালে দেশে এসে ২০২০ সালের জানুয়ারিতে আফ্রিকায় ফিরে যান। এটাই ছিল বৃদ্ধ মাসহ পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে তাঁর শেষ বিদায়।
নিহতের ভাই আরও জানান, আফ্রিকায় বাঙালি কমিউনিটি ও কয়েকজন স্বজনের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। দুই-তিন দিনের মধ্যেই মাসুদের মরদেহ বাংলাদেশে আসবে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের থাবাংচুতে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় দিকে ব্যবসায়ীর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে নিহতের বড় ভাই গোলাম সারওয়ার আজকের পত্রিকাকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাংলাদেশি ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা মাসুদ (৩৮)। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদিন মেম্বারের ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় চারজনের সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল ওই প্রতিষ্ঠানে ঢুকে মাসুদকে পেছন থেকে গুলি করে হত্যা করে। এ সময় দোকানে থাকা ফেনীর দাগনভূঞা এলাকার সাখাওয়াত হোসেন নামে আরেকজনের পায়ে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে পালিয়ে রক্ষা পেয়েছেন। এরপর অস্ত্রধারী সন্ত্রাসীরা পুরো ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল লুট করে নিয়ে যায়।
নিহতের ভাই গোলাম সারওয়ার জানান, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় যান মাসুদ। সেখানে অপর এক বাঙালির সঙ্গে মিলে ব্যবসা করতেন তিনি। সর্বশেষ তিনি ২০১৯ সালে দেশে এসে ২০২০ সালের জানুয়ারিতে আফ্রিকায় ফিরে যান। এটাই ছিল বৃদ্ধ মাসহ পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে তাঁর শেষ বিদায়।
নিহতের ভাই আরও জানান, আফ্রিকায় বাঙালি কমিউনিটি ও কয়েকজন স্বজনের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। দুই-তিন দিনের মধ্যেই মাসুদের মরদেহ বাংলাদেশে আসবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে