সোহেল মারমা, চট্টগ্রাম
নগরীর ছোটপুল এলাকার ইয়াবার খুচরা বিক্রেতা পুলিশের তালিকাভুক্ত নারী ব্যবসায়ী পারভীন আক্তার। তাঁর কাছ থেকে জানা গেছে, অভাবের সংসারে খরচ জোগাতে ভাই রেজাউল করিমের হাত ধরে তিনি এ ব্যবসায় আসেন। চট্টগ্রাম নগরীতে পারভীনের মতো আরও অর্ধশতাধিক নারী রয়েছেন, যাঁরা পেশাদার মাদক কারবারি। এঁরা স্পটগুলোতে সরাসরি মাদক বিক্রির সঙ্গে জড়িত।
জানা যায়, পারভীন নগরীর শীর্ষ মাদক কারবারি রেজাউল করিম ওরফে ডাইল করিমের বোন।
নগরীর অক্সিজেন মোড়সহ বিভিন্ন জায়গায় কয়েক বছর ধরে চোলাই মদ সরবরাহ করছেন বান্দরবানের বাসিন্দা শৈমুইচিং মারমা। চলতি মাসের শুরুতে হাটহাজারী থেকে বিপুল চোলাই মদ নিয়ে এই নারী গ্রেপ্তার হন। পরে জামিনে বেরিয়ে আসেন তিনি।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত আরেক শীর্ষ নারী কারবারি আকলিমা বেগমের নামে আছে ১৮ মামলা। গত ১৬ ফেব্রুয়ারি ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারের পর থেকে আছেন কারাগারেই।
কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, কিছু পেশাদার লোক মাদক কারবারে নারীদের ব্যবহার করে থাকেন।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মাদক নিয়ে ধরা পড়ার পর নারীদের জামিনও দ্রুত হয়ে যায়। এটার সুবিধা নেন মাদক কারবারিরা।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, নারীদের নিয়ে একটা সহানুভূতি কাজ করে। মূলত এসব কারণে নারীদের ফাঁদ হিসেবে ব্যবহার করেন মাদক কারবারিরা।
চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তরিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম কারাগারে নারী বন্দীদের মধ্যে ৮০ শতাংশই মাদক মামলায় অভিযুক্ত।
কারা তথ্য অনুযায়ী গত ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রাম কারাগারে ৩৫৩ জন নারীর মধ্যে ২৮২ জনই মাদক মামলার আসামি।
আইনজীবী এ এইচ এম জিয়া হাবিব আহসান বলেন, আমরা পাচারকারীদের শাস্তির দাবি করলেও এদের পেছনে মূলহোতাদের আইনের আওতায় আনতে পারছি না।
জানা যায়, ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় শীর্ষ ১৫৯ জনের মধ্যে ৪০ জন নারী কারবারি। এদের বাইরেও বিভিন্ন সময় মাদক নিয়ে নারীরা গ্রেপ্তার হচ্ছেন। গত জুলাই মাসে শুধু ডবলমুরিং থানা-পুলিশের হাতেই কয়েকজন পেশাদার নারী মাদক কারবারি গ্রেপ্তার হন।
থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এরা সবাই এলাকায় চিহ্নিত মাদক বিক্রেতা।
নগরীর ছোটপুল এলাকার ইয়াবার খুচরা বিক্রেতা পুলিশের তালিকাভুক্ত নারী ব্যবসায়ী পারভীন আক্তার। তাঁর কাছ থেকে জানা গেছে, অভাবের সংসারে খরচ জোগাতে ভাই রেজাউল করিমের হাত ধরে তিনি এ ব্যবসায় আসেন। চট্টগ্রাম নগরীতে পারভীনের মতো আরও অর্ধশতাধিক নারী রয়েছেন, যাঁরা পেশাদার মাদক কারবারি। এঁরা স্পটগুলোতে সরাসরি মাদক বিক্রির সঙ্গে জড়িত।
জানা যায়, পারভীন নগরীর শীর্ষ মাদক কারবারি রেজাউল করিম ওরফে ডাইল করিমের বোন।
নগরীর অক্সিজেন মোড়সহ বিভিন্ন জায়গায় কয়েক বছর ধরে চোলাই মদ সরবরাহ করছেন বান্দরবানের বাসিন্দা শৈমুইচিং মারমা। চলতি মাসের শুরুতে হাটহাজারী থেকে বিপুল চোলাই মদ নিয়ে এই নারী গ্রেপ্তার হন। পরে জামিনে বেরিয়ে আসেন তিনি।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত আরেক শীর্ষ নারী কারবারি আকলিমা বেগমের নামে আছে ১৮ মামলা। গত ১৬ ফেব্রুয়ারি ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারের পর থেকে আছেন কারাগারেই।
কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, কিছু পেশাদার লোক মাদক কারবারে নারীদের ব্যবহার করে থাকেন।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মাদক নিয়ে ধরা পড়ার পর নারীদের জামিনও দ্রুত হয়ে যায়। এটার সুবিধা নেন মাদক কারবারিরা।
জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, নারীদের নিয়ে একটা সহানুভূতি কাজ করে। মূলত এসব কারণে নারীদের ফাঁদ হিসেবে ব্যবহার করেন মাদক কারবারিরা।
চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তরিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম কারাগারে নারী বন্দীদের মধ্যে ৮০ শতাংশই মাদক মামলায় অভিযুক্ত।
কারা তথ্য অনুযায়ী গত ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রাম কারাগারে ৩৫৩ জন নারীর মধ্যে ২৮২ জনই মাদক মামলার আসামি।
আইনজীবী এ এইচ এম জিয়া হাবিব আহসান বলেন, আমরা পাচারকারীদের শাস্তির দাবি করলেও এদের পেছনে মূলহোতাদের আইনের আওতায় আনতে পারছি না।
জানা যায়, ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকায় শীর্ষ ১৫৯ জনের মধ্যে ৪০ জন নারী কারবারি। এদের বাইরেও বিভিন্ন সময় মাদক নিয়ে নারীরা গ্রেপ্তার হচ্ছেন। গত জুলাই মাসে শুধু ডবলমুরিং থানা-পুলিশের হাতেই কয়েকজন পেশাদার নারী মাদক কারবারি গ্রেপ্তার হন।
থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এরা সবাই এলাকায় চিহ্নিত মাদক বিক্রেতা।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে