কক্সবাজার শহরে কাউন্সিলর পুত্র খুন

প্রতিনিধি, কক্সবাজার
Thumbnail image

কক্সবাজার শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সেজান (২০) নামের এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার দুপুরে শহরের বৈদ্যঘোনা বৌদ্ধ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। 
 
নিহত সেজান কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নূর মোহাম্মদ মাঝুর ছেলে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যক্ষদর্শী খোরশেদ আলমকে আটক করেছে। 
 
প্রত্যক্ষদর্শী খোরশেদের দেওয়া বিবৃতি থেকে পুলিশ জানায়, সেজানের সঙ্গে চার যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের একজন সেজানকে পেটে ছুরিকাঘাত করে। এতে সেজান গুরুতর জখম হলে তাকে হাসপাতালে নিয়ে আসে খোরশেদ। সদর হাসপাতালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এ সময় চারজনের মধ্যে তিনজনকে খোরশেদ চেনেন বলে জানান। যে ছুরিকাঘাত করেছে তাঁকে তিনি চিনতে পারেননি। 
 
সেজানের মামা হেলাল উদ্দিন জানান, শুনেছি অভি, শাহীন, তাহের ও রাজু নামের চারজন মিলে সেজানকে খুন করেছে। কি কারণে খুন হয়েছে তা বলতে পারছি না। 
 
সেজানের বাবা নূর মোহাম্মদ মাঝু জানান, কি কারণে তাঁর ছেলেকে খুন করা হয়েছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। 
 
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত