প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কিছুদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে। ঘরের বাইরে কিছুই রাখতে পারছেন না স্থানীয়রা। এর মধ্যে মিরসরাইয়ে ছাগলের মাথা আর চারটি পা রেখে মাংস নিয়ে গেছে চোর। ঘটনাটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এখন এলাকায় মুখে মুখে ফিরছে।
গত রোববার (৪ জুলাই) উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার দরিদ্র কৃষক মো. নুরুল মোস্তফার একটি ছাগলের পাল আছে। ১০-১২ টির ছাগল পালন করেন তিনি। এ দিয়েই তাঁর সংসার চলে। প্রতিদিনের মতো রোববার তিনি স্থানীয় বেড়িবাঁধ এলাকায় ছাগলগুলো ছেড়ে দিয়ে বাড়ি যান। বিকেলে অনেক খোঁজাখুঁজি করেও একটি ছাগল পাননি। পরদিন বেড়িবাঁধের পাশে ছাগলের মাথা আর চারটি পায় দেখতে পান।
নুরুল মোস্তফা জানান, ছাগলটির বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। গত বছরও একইভাবে একটি গরুর মাথা ও চামড়া রেখে মাংস নিয়ে যায় দুর্বৃত্তরা।
নুরুল মোস্তফা বলেন, ছাগলের মাথা আর পা স্থানীয় সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেখিয়েছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি চাই।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হয়ে যাওয়া ছাগলের মালিক নুরুল মোস্তফা খুবই গরিব ও অসহায় প্রকৃতির। তিনি ছাগল লালন পালন করে সংসার চালান। অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে আসা অনেক শ্রমিক বেড়িবাঁধ এলাকা দিয়ে চলাফেরা করে। ছাগলের মাংস চুরি স্থানীয় বখাটেরাই করেছে বলে ধারণা করছেন তিনি।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কিছুদিন ধরে চোরের উপদ্রব বেড়েছে। ঘরের বাইরে কিছুই রাখতে পারছেন না স্থানীয়রা। এর মধ্যে মিরসরাইয়ে ছাগলের মাথা আর চারটি পা রেখে মাংস নিয়ে গেছে চোর। ঘটনাটি প্রথমে ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এখন এলাকায় মুখে মুখে ফিরছে।
গত রোববার (৪ জুলাই) উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকার দরিদ্র কৃষক মো. নুরুল মোস্তফার একটি ছাগলের পাল আছে। ১০-১২ টির ছাগল পালন করেন তিনি। এ দিয়েই তাঁর সংসার চলে। প্রতিদিনের মতো রোববার তিনি স্থানীয় বেড়িবাঁধ এলাকায় ছাগলগুলো ছেড়ে দিয়ে বাড়ি যান। বিকেলে অনেক খোঁজাখুঁজি করেও একটি ছাগল পাননি। পরদিন বেড়িবাঁধের পাশে ছাগলের মাথা আর চারটি পায় দেখতে পান।
নুরুল মোস্তফা জানান, ছাগলটির বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। গত বছরও একইভাবে একটি গরুর মাথা ও চামড়া রেখে মাংস নিয়ে যায় দুর্বৃত্তরা।
নুরুল মোস্তফা বলেন, ছাগলের মাথা আর পা স্থানীয় সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেখিয়েছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি চাই।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হয়ে যাওয়া ছাগলের মালিক নুরুল মোস্তফা খুবই গরিব ও অসহায় প্রকৃতির। তিনি ছাগল লালন পালন করে সংসার চালান। অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে আসা অনেক শ্রমিক বেড়িবাঁধ এলাকা দিয়ে চলাফেরা করে। ছাগলের মাংস চুরি স্থানীয় বখাটেরাই করেছে বলে ধারণা করছেন তিনি।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে