নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশের ৮ সদস্যসহ ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জেলা দলীয় কার্যালয়ের সামনে বিএনপির দেশব্যাপী চলমান বিক্ষোভের প্রতিবাদে সমাবেশ করছিল আওয়ামী লীগ। এ সময় বিএনপির একটি মিছিল বড় মসজিদ মোড় হয়ে প্রেসক্লাবে বিএনপি আয়োজিত সমাবেশস্থলে আসার সময় আওয়ামী লীগের সমাবেশ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার ঘটে। বিএনপি নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের ৮ সদস্যসহ অন্তত ১১ জন আহত হয় ও সুধারাম থানার ওসির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩৩ নেতা কর্মীকে আটক করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, লোডশেডিং অব্যবস্থাপনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি সভাপতি আবু নাছেরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্ল্যাহ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় দলনেতা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
পুলিশের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার পথে পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। কোনোপ্রকার উসকানি ছাড়া সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির প্রায় ৪৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।’
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিএনপির হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শটগানের ফাঁকাগুলি ছুড়েছে। এ ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশের ৮ সদস্যসহ ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ৩৩ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জেলা দলীয় কার্যালয়ের সামনে বিএনপির দেশব্যাপী চলমান বিক্ষোভের প্রতিবাদে সমাবেশ করছিল আওয়ামী লীগ। এ সময় বিএনপির একটি মিছিল বড় মসজিদ মোড় হয়ে প্রেসক্লাবে বিএনপি আয়োজিত সমাবেশস্থলে আসার সময় আওয়ামী লীগের সমাবেশ ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার ঘটে। বিএনপি নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের ৮ সদস্যসহ অন্তত ১১ জন আহত হয় ও সুধারাম থানার ওসির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৩৩ নেতা কর্মীকে আটক করে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে জ্বালানি তেল, পরিবহন ভাড়া, লোডশেডিং অব্যবস্থাপনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদ এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি সভাপতি আবু নাছেরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্ল্যাহ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় দলনেতা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।
পুলিশের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসার পথে পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। কোনোপ্রকার উসকানি ছাড়া সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিএনপির প্রায় ৪৭ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।’
এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বিএনপির হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শটগানের ফাঁকাগুলি ছুড়েছে। এ ঘটনায় ৩৩ জনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে