কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির আসামবস্তি টু কাপ্তাই সড়কে মাসিক চাঁদা না দেওয়ায় পাহাড়ের একটি আঞ্চলিক দলের দুর্বৃত্তরা একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উই সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকাটি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের মধ্যে পড়েছে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান।
ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশার চালক রাঙামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘৪ থেকে ৫ জনের একটি দল গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করে। তাঁরা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি মিনতি করি। তাদের ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে সিএনজি অটোরিকশায় আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।’
সিএনজি অটোরিকশার চালক জানান, ঘটনার সময় তিনি দুজন যাত্রী নিয়ে রাঙামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিলেন।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়। তিনি বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হই এবং সিএনজির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়।’
এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে সিএনজি অটোরিকশার চালক মো. কামাল হোসেন বলেন, ‘আমি বর্তমানে কাপ্তাই নতুনবাজার এলাকায় অবস্থান করছি এবং বিষয়টি রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দকে অবহিত করেছি।’
কাপ্তাই নতুনবাজার সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই বিষয়ে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতির অভিযোগ দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেবেন।’
রাঙামাটির আসামবস্তি টু কাপ্তাই সড়কে মাসিক চাঁদা না দেওয়ায় পাহাড়ের একটি আঞ্চলিক দলের দুর্বৃত্তরা একটি অনটেস্ট সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উই সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এলাকাটি রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের মধ্যে পড়েছে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান।
ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশার চালক রাঙামাটি তবলছড়ি মসজিদ কলোনি এলাকার বাসিন্দা মো. কামাল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘৪ থেকে ৫ জনের একটি দল গাড়ি থামিয়ে মাসিক টোকেন আছে কিনা জিজ্ঞেস করে। তাঁরা মাসিক চাঁদা না পেয়ে আমাকে গুলি করতে চাইলে আমি না মারার জন্য কাকুতি মিনতি করি। তাদের ১ হাজার টাকা দিতে চাইলেও তারা তা না শুনে সিএনজি অটোরিকশায় আগুন লাগিয়ে দিয়ে চলে যায়।’
সিএনজি অটোরিকশার চালক জানান, ঘটনার সময় তিনি দুজন যাত্রী নিয়ে রাঙামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিলেন।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়। তিনি বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে আগুন নেভাতে সক্ষম হই এবং সিএনজির ইঞ্জিন বাঁচাতে পারলেও ততক্ষণে সিএনজির বাকি অংশটুকু আগুনে পুড়ে যায়।’
এই বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে সিএনজি অটোরিকশার চালক মো. কামাল হোসেন বলেন, ‘আমি বর্তমানে কাপ্তাই নতুনবাজার এলাকায় অবস্থান করছি এবং বিষয়টি রাঙামাটি জেলা অটোরিকশা চালক সমিতির নেতৃবৃন্দকে অবহিত করেছি।’
কাপ্তাই নতুনবাজার সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই বিষয়ে রাঙামাটি জেলা সিএনজি চালক সমিতির অভিযোগ দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেবেন।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে