নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় গৃহবধূর (২৫) অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁর ননদের জামাই মেহেদী হাসান রাজু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসান রাজু সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামরে বাসিন্দা।
পুলিশ জানান, অভিযোগকারী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। নিজের এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ২০১৯ সালে তাঁদের বাড়িতে ননদ ও তাঁর স্বামী মেহেদী হাসান রাজু বেড়াতে আসেন। ওই সময় একদিন রাতে পরিবারের অন্য সদস্যসহ ওই গৃহবধূকে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন রাজু। পরে নিজের মোবাইল ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করেন তিনি।
কিছুদিন পর ননদ তাঁদের বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনে রাজু গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানান এবং ভয়ভীতি দেখানো শুরু করেন। পরবর্তী সময়ে ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন রাজু। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে গিয়ে পুনরায় গৃহবধূকে ধর্ষণ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার ঘটনার বর্ণনা দিয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। অভিযোগের সূত্র ধরে ও ভুক্তভোগীর সহযোগিতায় আজ দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে মোবাইল ফোন থেকে গৃহবধূর অশ্লীল ছবি এবং ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।’
নোয়াখালীর সদর উপজেলায় গৃহবধূর (২৫) অশ্লীল ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁর ননদের জামাই মেহেদী হাসান রাজু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মেহেদী হাসান রাজু সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পশ্চিম এওজবালিয়া গ্রামরে বাসিন্দা।
পুলিশ জানান, অভিযোগকারী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। নিজের এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ২০১৯ সালে তাঁদের বাড়িতে ননদ ও তাঁর স্বামী মেহেদী হাসান রাজু বেড়াতে আসেন। ওই সময় একদিন রাতে পরিবারের অন্য সদস্যসহ ওই গৃহবধূকে কোমল পানীয়র সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন রাজু। পরে নিজের মোবাইল ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণ করেন তিনি।
কিছুদিন পর ননদ তাঁদের বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনে রাজু গৃহবধূর অশ্লীল ভিডিও এবং ছবি ধারণের বিষয়টি জানান এবং ভয়ভীতি দেখানো শুরু করেন। পরবর্তী সময়ে ছবি ও ভিডিও প্রকাশ করার হুমকি দিয়ে ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন রাজু। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে গিয়ে পুনরায় গৃহবধূকে ধর্ষণ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার ঘটনার বর্ণনা দিয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ। অভিযোগের সূত্র ধরে ও ভুক্তভোগীর সহযোগিতায় আজ দুপুরে নোয়াখালী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে মোবাইল ফোন থেকে গৃহবধূর অশ্লীল ছবি এবং ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় রাজুর বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।’
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৯ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৯ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৯ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৩ দিন আগে