প্রতিনিধি, নোয়াখালী
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ৮ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বেগমগঞ্জের একলাশপুর গ্রামের নজির আহমদের ছেলে আবুল হাশেম (৪২), বেলায়েত হোসেনের ছেলে ইমাম উদ্দিন (৩৯), আবু জাহেরের ছেলে নুর মোহাম্মদ বাবু (৩০), কিরণের ছেলে দ্বীন ইসলাম (২৫), পূর্ব একলাশপুর গ্রামের শাহিনের ছেলে জুয়েল রানা (২৫)। তাঁদের সবাইকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সদরের বিনোদপুর এলাকার আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামানকে (৩৪) ৫ দিন এবং অনন্তপুর গ্রামের দ্বীন ইসলামের চেলে আবুল হাশেম (২৩) ও মজিবুল হকের ছেলে জাহাঙ্গীরকে (৩০) ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, আজ দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন র্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট প্রত্যাশী লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। ভবিষ্যতেও এসব দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে ৮ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বেগমগঞ্জের একলাশপুর গ্রামের নজির আহমদের ছেলে আবুল হাশেম (৪২), বেলায়েত হোসেনের ছেলে ইমাম উদ্দিন (৩৯), আবু জাহেরের ছেলে নুর মোহাম্মদ বাবু (৩০), কিরণের ছেলে দ্বীন ইসলাম (২৫), পূর্ব একলাশপুর গ্রামের শাহিনের ছেলে জুয়েল রানা (২৫)। তাঁদের সবাইকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সদরের বিনোদপুর এলাকার আবুল কাশেমের ছেলে আসাদুজ্জামানকে (৩৪) ৫ দিন এবং অনন্তপুর গ্রামের দ্বীন ইসলামের চেলে আবুল হাশেম (২৩) ও মজিবুল হকের ছেলে জাহাঙ্গীরকে (৩০) ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, আজ দুপুরে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাসপোর্ট তৈরির বিভিন্ন কাগজপত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করেন র্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্পের একটি দল।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, গ্রেপ্তারকৃতরা পাসপোর্ট প্রত্যাশী লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। ভবিষ্যতেও এসব দালালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৮ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৮ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৮ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২২ দিন আগে