নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরখাস্ত হওয়া চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর জায়গায় নিয়োগ পাওয়া বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান দায়িত্ব নেননি। সাংবাদিকদের কাছে সাহস দেখিয়ে দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও সাত দিনের মাথায় উল্টো অব্যাহতি চেয়েছেন।
অর্থ আত্মসাৎ, স্বজনদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও দুর্নীতির অভিযোগে গত ২৬ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তর জাহাঙ্গীরকে বরখাস্ত করে। চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ ও নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেওয়া জাহাঙ্গীর ওই ঘটনার তদন্তের সময় বলেছিলেন, ‘আই অ্যাম নাম্বার ওয়ান জাহাঙ্গীর চৌধুরী। হাসপাতালের মা-বাপ আমি। আমার বিরুদ্ধে কারা বলছে, সামনাসামনি বলতে বলেন।’
গত ২৫ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাব্বির রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিবিধ অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগসমূহ তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি দাখিলকৃত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৬১ সালের ৪৬ নম্বর অধ্যাদেশ অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ সাময়িক সদস্যদের বরখাস্ত করা হলো। সেই সঙ্গে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ আইন অনুযায়ী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানকে প্রশাসক নিয়োগ করা হলো।
দায়িত্ব পাওয়া পর অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, তিনি কাউকে ভয় পান না। আগামী ৭ দিনের মধ্যে তিনি দায়িত্ব নেবেন। কিন্তু গত বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর বরাবর চিঠি লিখে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি চান।
বিষয়টি নিশ্চিত করে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ওয়াহীদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে যাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন।’
এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলামের অফিসেও গিয়েও গতকাল পাওয়া যায়নি। মুঠোফোনে কল দিয়েও তিনি কল রিসিভ করেননি। তবে এর আগে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, তিনি (জাহাঙ্গীর চৌধুরী) স্বেচ্ছায় না গেলে সমাজসেবার কর্মকর্তারা গিয়ে নতুন প্রশাসককে বসিয়ে দেবেন। প্রয়োজনে পুলিশের সাহায্য নেবেন। সঠিক তদন্ত করেই তাঁরা হাসপাতালের বিরুদ্ধে ঢাকায় প্রতিবেদন দিয়েছেন বলে জানান নাজিমুল ইসলাম।
এ দিকে নতুন প্রশাসক হাসপাতালের দায়িত্ব বুঝে না নেওয়ায় ও সময়ক্ষেপণ করায় হাসপাতালের প্রতিদিনের আয়ের লাখ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে। স্থানীয় আইপি টিভির সাংবাদিককে ডেকে সাক্ষাৎকার দিয়েছেন জাহাঙ্গীর চৌধুরী। সেখানে জাহাঙ্গীর দাবি করেন, সমাজসেবা অধিদপ্তর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্ত প্রতিবেদন দিয়েছে, যার কোনো বৈধতাও নেই বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
সার্বিক বিষয়ে জানতে সমাজসেবা অধিদপ্তরের ঢাকা ভবনের অতিরিক্ত পরিচালক (শহর সমাজসেবা কার্যক্রম ও নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা) মো. হেলাল উদ্দিন ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন প্রশাসক হিসেবে মোস্তফা মোস্তাকুর রহিম খানকে দায়িত্ব দেওয়া হলেও তিনি অজ্ঞাত কারণে এক সপ্তাহ পর অব্যাহতি নিয়েছেন। তিনি অব্যাহতি নিলেও এই সপ্তাহের নতুন প্রশাসক নিয়োগ দিয়ে, হাসপাতালের পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। আমরা কাউকে ভয় পাই না। কেউ দায়িত্ব অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৫ অক্টোবর আজকের পত্রিকায় ‘হাসপাতালের মা-বাপ আমি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। এর আগে জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে গত ২১ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বরখাস্ত হওয়া চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর জায়গায় নিয়োগ পাওয়া বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান দায়িত্ব নেননি। সাংবাদিকদের কাছে সাহস দেখিয়ে দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও সাত দিনের মাথায় উল্টো অব্যাহতি চেয়েছেন।
অর্থ আত্মসাৎ, স্বজনদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও দুর্নীতির অভিযোগে গত ২৬ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তর জাহাঙ্গীরকে বরখাস্ত করে। চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ ও নিজেকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় দেওয়া জাহাঙ্গীর ওই ঘটনার তদন্তের সময় বলেছিলেন, ‘আই অ্যাম নাম্বার ওয়ান জাহাঙ্গীর চৌধুরী। হাসপাতালের মা-বাপ আমি। আমার বিরুদ্ধে কারা বলছে, সামনাসামনি বলতে বলেন।’
গত ২৫ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের পরিচালক মো. সাব্বির রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিবিধ অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগসমূহ তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি দাখিলকৃত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৯৬১ সালের ৪৬ নম্বর অধ্যাদেশ অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী পরিষদ সাময়িক সদস্যদের বরখাস্ত করা হলো। সেই সঙ্গে স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ আইন অনুযায়ী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানকে প্রশাসক নিয়োগ করা হলো।
দায়িত্ব পাওয়া পর অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, তিনি কাউকে ভয় পান না। আগামী ৭ দিনের মধ্যে তিনি দায়িত্ব নেবেন। কিন্তু গত বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর বরাবর চিঠি লিখে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের দায়িত্ব থেকে অব্যাহতি চান।
বিষয়টি নিশ্চিত করে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ওয়াহীদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে যাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন, তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন।’
এই বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলামের অফিসেও গিয়েও গতকাল পাওয়া যায়নি। মুঠোফোনে কল দিয়েও তিনি কল রিসিভ করেননি। তবে এর আগে আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, তিনি (জাহাঙ্গীর চৌধুরী) স্বেচ্ছায় না গেলে সমাজসেবার কর্মকর্তারা গিয়ে নতুন প্রশাসককে বসিয়ে দেবেন। প্রয়োজনে পুলিশের সাহায্য নেবেন। সঠিক তদন্ত করেই তাঁরা হাসপাতালের বিরুদ্ধে ঢাকায় প্রতিবেদন দিয়েছেন বলে জানান নাজিমুল ইসলাম।
এ দিকে নতুন প্রশাসক হাসপাতালের দায়িত্ব বুঝে না নেওয়ায় ও সময়ক্ষেপণ করায় হাসপাতালের প্রতিদিনের আয়ের লাখ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে। স্থানীয় আইপি টিভির সাংবাদিককে ডেকে সাক্ষাৎকার দিয়েছেন জাহাঙ্গীর চৌধুরী। সেখানে জাহাঙ্গীর দাবি করেন, সমাজসেবা অধিদপ্তর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্ত প্রতিবেদন দিয়েছে, যার কোনো বৈধতাও নেই বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
সার্বিক বিষয়ে জানতে সমাজসেবা অধিদপ্তরের ঢাকা ভবনের অতিরিক্ত পরিচালক (শহর সমাজসেবা কার্যক্রম ও নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা) মো. হেলাল উদ্দিন ভূঞা আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন প্রশাসক হিসেবে মোস্তফা মোস্তাকুর রহিম খানকে দায়িত্ব দেওয়া হলেও তিনি অজ্ঞাত কারণে এক সপ্তাহ পর অব্যাহতি নিয়েছেন। তিনি অব্যাহতি নিলেও এই সপ্তাহের নতুন প্রশাসক নিয়োগ দিয়ে, হাসপাতালের পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। আমরা কাউকে ভয় পাই না। কেউ দায়িত্ব অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
গত ৫ অক্টোবর আজকের পত্রিকায় ‘হাসপাতালের মা-বাপ আমি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। এর আগে জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে গত ২১ জুলাই তিন সদস্যের কমিটি গঠন করে সমাজসেবা অধিদপ্তর।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে