ব্রাহ্মণবাড়িয়ায় ২৩ প্রার্থীকে জরিমানা, ৩১টি টেঁটাসহ ৯৪টি অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ২৬
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৩: ৫৫

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২৩ প্রার্থীকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬ ইউনিয়ন থেকে ৩১টি টেঁটাসহ ৯৪টি দেশীয় পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা পৃথকভাবে এই অভিযান চালান। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইলের ৩৩টির মধ্যে ৩২টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশীষ চাকমা পুলিশ সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে পাঁচ প্রার্থীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই দিন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরাইল থানার পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হর্ন ব্যবহার করে যান চালানো, বড় ব্যানার ব্যবহার, দেয়ালে পোস্টার লাগানো, প্রার্থীর ছবি সংবলিত টি শার্ট তৈরিসহ বিভিন্ন অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীসহ বিভিন্ন ওয়ার্ডে ১১ জন প্রার্থীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

অন্যদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল বাকি নবীনগর উপজেলার শ্রীরামপুর ও লাউর ফতেহপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য প্রার্থীসহ ৮ জনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার চুন্টা ইউনিয়ন থেকে ১৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে একটি রামদা, ছয়টি পল, দুটি দা, ছয়টি চল, দুটি খুনতি ও দুটি ছুরি। এ ছাড়া নবীনগরের শ্যামগ্রাম, ছলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন থেকে ৩১টি পরিত্যক্ত টেঁটা উদ্ধার করা হয়। এ ছাড়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ও চরবশিবপুর ইউনিয়ন থেকে ১১টি তিন কাইট্টা, ৯ টি চল, ২০টি বাঁশের রোল, একটি দা, দুটি ছুরি ও একটি করাত উদ্ধার করা হয়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত