রাউজান বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ৭২ ঘণ্টার আলটিমেটাম

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
Thumbnail image
রাউজানে সংবাদ সম্মেলন বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা বিএনপির কমিটি বাতিলে জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসমর্থিত নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ২০ জানুয়ারি ঘোষিত রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা বিএনপির কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করতে হবে। একই সঙ্গে রাউজান বিএনপির পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসব কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা নেতাদের নিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ মাস্টার ও বিএনপির নেতা ফিরোজ আহাম্মদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ছৈয়্যদ ওয়াহিদুল আকবর নোমান, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান কাজী আবুল বশর, মোজাহের আলম, রমিজ উদ্দিন চৌধুরী, নুরুল আলম, কাজী সরোয়ার মঞ্জু, মোহাম্মদ হারুন, জেলা যুবদলের সাবের সুলতান কাজল, ইউছুপ তালুকদার, মোজাম্মেল হক, শেখ নাজিম উদ্দিন, শাহাজান শাহিল, ছৈয়্যদ মো. তৌহিদুল আলম, এনাম উল্লাহ, আবুল কাসেম রানা, মুছা মিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত