আর্ট কাগজ ঘোষণা দিয়ে এল ৩ কোটি সিগারেটের অবৈধ ব্র্যান্ড রোল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২১, ২৩: ০২

আর্ট কাগজ ঘোষণায় আনা একটি চালানে ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার পিস সিগারেটের অবৈধ ব্র্যান্ড রোল পেয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার কায়িক পরীক্ষায় ওই চালানটির একটি প্যালেট খুললে তাতে এসব ব্র্যান্ড রোল খুঁজে পাওয়া যায়।

কাস্টমস সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর আন্দকিল্লা এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান বাপ্পু এন্টারপ্রাইজ আর্ট কাগজ ঘোষণা দিয়ে চীন থেকে চালানটি আনে। গত ৯ ডিসেম্বর আমদানিকারক প্রতিষ্ঠানের মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান চালানটি খালাসের জন্য বিল অব এন্ট্রি দাখিল করে। 

কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এআইআর শাখা) শরীফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘চালানটিতে ঘোষণা বহির্ভূত পণ্য আনা হয়েছে এমন সন্দেহ থেকে আমরা বিল অব এন্ট্রি লক করি। আজ ওই কন্টেইনারটি খুলে কায়িক পরীক্ষা করার সময় কন্টেইনারে থাকা প্রথম পাঁচটি প্যালেটে কাগজ পাওয়া যায়। শতভাগ কায়িক পরীক্ষার উদ্দেশ্যে সর্বশেষ প্যালেট খোলার পর তাতে কাগজের পরিবর্তে সিগারেটের অবৈধ ব্র্যান্ড রোল খুঁজে পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘চালানটিতে ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার অবৈধ ব্র্যান্ড রোল পাওয়া যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত