কুমিল্লা প্রতিনিধি
দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধকারীদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে এক সেমিনারে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ে মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কার্যপত্রটি প্রণয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
সেমিনারে বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে দুর্বৃত্তমুক্ত করতে হবে, যাতে স্বৈরাচার, ফ্যাসিস্টরা আবারও ফিরে এসে যেন সংসদে আসন নিতে না পারে। আমাদের সংসদ ভবনটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন। এই সুন্দর ভবনটাতে কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না পারে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজারের মতো মানুষ প্রাণ দিয়েছেন। ২৫–৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ববরণ করেছেন। তাঁদের রক্তদান যেন বৃথা না যায়, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমরা সংস্কার কমিশন থেকে সরকারের কাছে প্রায় ১৫০টি সুপারিশ করেছি।’
নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের করা সুপারিশের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রায় সাড়ে তিন মাস ধরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আমরা আটজন সব আইনকানুন ও বিধিবিধান পর্যালোচনা করেছি। বিভিন্ন প্রক্রিয়া শেষে আমরা ১৫০টির মতো সুপারিশ করেছি নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। এর মধ্যে একটি সুপারিশ ছিল এনআইডি নিয়ে। যে আইনের মাধ্যমে এনআইডির নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের সুপারিশে সেই আইন বাতিল করে এরই মধ্যে এনআইডির নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে আমরা বেশ কয়েকটি সুপারিশ করেছি। যারা দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধ করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে—এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ করা হয়েছে।’
সেমিনারে আরও বক্তব্য দেন হাইকোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কারিগরি মতামত দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মজুমদার।
দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধকারীদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে জানিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, যারা মানুষ খুন করেছে, যারা বিচারবহির্ভূত হত্যা করেছে, যারা বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত না হতে পারে। কোনো রাজনীতিতে তারা যেন ভূমিকা রাখতে না পারে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লা বার্ডে ময়নামতি মিলনায়তনে এক সেমিনারে সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুমিল্লা বাঁচাও মঞ্চ আয়োজিত ড্রিম মেগাসিটি কুমিল্লা ও এএইচকে স্যাটেলাইট সিটি বিষয়ে মূল্যায়ন ও অনুমোদন বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কার্যপত্রটি প্রণয়ন উপস্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
সেমিনারে বদিউল আলম মজুমদার বলেছেন, ‘আমাদের রাজনৈতিক অঙ্গনটাকে দুর্বৃত্তমুক্ত করতে হবে, যাতে স্বৈরাচার, ফ্যাসিস্টরা আবারও ফিরে এসে যেন সংসদে আসন নিতে না পারে। আমাদের সংসদ ভবনটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন। এই সুন্দর ভবনটাতে কোনো কুৎসিত লোক যেন আবার প্রবেশ করতে না পারে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রায় দুই হাজারের মতো মানুষ প্রাণ দিয়েছেন। ২৫–৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকে চোখ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ববরণ করেছেন। তাঁদের রক্তদান যেন বৃথা না যায়, আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। আমরা সংস্কার কমিশন থেকে সরকারের কাছে প্রায় ১৫০টি সুপারিশ করেছি।’
নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের করা সুপারিশের বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, ‘প্রায় সাড়ে তিন মাস ধরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আমরা আটজন সব আইনকানুন ও বিধিবিধান পর্যালোচনা করেছি। বিভিন্ন প্রক্রিয়া শেষে আমরা ১৫০টির মতো সুপারিশ করেছি নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করার জন্য। এর মধ্যে একটি সুপারিশ ছিল এনআইডি নিয়ে। যে আইনের মাধ্যমে এনআইডির নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের সুপারিশে সেই আইন বাতিল করে এরই মধ্যে এনআইডির নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনে ফিরিয়ে দেওয়া হয়েছে।’
বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘নির্বাচনে যাঁরা অংশগ্রহণ করবেন, তাঁদের যোগ্যতা-অযোগ্যতা নিয়ে আমরা বেশ কয়েকটি সুপারিশ করেছি। যারা দুর্নীতিবাজ, মানবতাবিরোধী অপরাধ করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে—এরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেই সুপারিশ করা হয়েছে।’
সেমিনারে আরও বক্তব্য দেন হাইকোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) অতিরিক্ত মহা পরিচালক ড. আবদুল করিম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, কারিগরি মতামত দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলী আবু সায়েম মজুমদার, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মজুমদার।
রাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪রাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
০৭ নভেম্বর ২০২৪