পরশুরাম (ফেনী) প্রতিনিধি
ফেনীর পরশুরামে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় বাজারের তিন নৈশপ্রহরীকে (নাইটগার্ড) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে হোটেলের মালিক মো. আজিম উদ্দিন ভূঞা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার বাউরখুমা গ্রামের জলিল মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন (৩২), উত্তর কাউতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আবদুল জব্বার (৫০) ও পৌর এলাকার খন্দকিয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মো. মনির হোসেন (৫০)।
জানা গেছে, পরশুরাম বাজার বণিক সমিতির নেতারা শাহজালাল হোটেলের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করেন। তাঁরা তিনজনই বাজারে নৈশপ্রহরী হিসেবে চাকরি করেন। ব্যবসায়ী নেতারা তাঁদের শনাক্ত করে বাজার বণিক সমিতির অফিসে ডেকে পাঠান। পরে আসামিদের আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরশুরাম থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে হোটেলে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যমতে, হোটেল থেকে চুরি হওয়া বেশ কিছু মালামাল পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলের সরজার শাটার কেটে ভেতরে ঢুকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।
পরশুরাম বাজার বণিক সমিতির সভাপতি লোকমান উজ জামান আল আজাদ বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনজনই দীর্ঘদিন ধরে বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।’
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁরা তিনজনই পরশুরাম বাজার বণিক সমিতির অধীনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু চোরাই মাল জব্দ করা হয়েছে।
ফেনীর পরশুরামে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনায় সম্পৃক্ত থাকায় বাজারের তিন নৈশপ্রহরীকে (নাইটগার্ড) গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে হোটেলের মালিক মো. আজিম উদ্দিন ভূঞা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার বাউরখুমা গ্রামের জলিল মিয়ার ছেলে মো. কামাল উদ্দিন (৩২), উত্তর কাউতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আবদুল জব্বার (৫০) ও পৌর এলাকার খন্দকিয়া গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মো. মনির হোসেন (৫০)।
জানা গেছে, পরশুরাম বাজার বণিক সমিতির নেতারা শাহজালাল হোটেলের সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে তিনজনকে শনাক্ত করেন। তাঁরা তিনজনই বাজারে নৈশপ্রহরী হিসেবে চাকরি করেন। ব্যবসায়ী নেতারা তাঁদের শনাক্ত করে বাজার বণিক সমিতির অফিসে ডেকে পাঠান। পরে আসামিদের আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরশুরাম থানার পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করলে হোটেলে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যমতে, হোটেল থেকে চুরি হওয়া বেশ কিছু মালামাল পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, গত ১২ আগস্ট রাতে উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলের সরজার শাটার কেটে ভেতরে ঢুকে নগদ টাকাসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি হয়ে যায়।
পরশুরাম বাজার বণিক সমিতির সভাপতি লোকমান উজ জামান আল আজাদ বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে পরশুরাম থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তিনজনই দীর্ঘদিন ধরে বাজারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।’
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ সড়কে অবস্থিত শাহজালাল হোটেলে চুরির ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁরা তিনজনই পরশুরাম বাজার বণিক সমিতির অধীনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কিছু চোরাই মাল জব্দ করা হয়েছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৭ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৭ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২১ দিন আগে