টেকনাফে আবারও কিশোর অপহরণ, পালাতে গিয়ে গুলিবিদ্ধ ১ 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ২৪
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ৪৮

কক্সবাজারের টেকনাফে একদল রোহিঙ্গা এক কিশোরকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে। এ সময় অপহরণকারীদের কবল থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন এক পানচাষি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুর মোহাম্মদ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহরণের শিকার আবদুর রহমান আবছার (১৬)। সে ওই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে। গুলিবিদ্ধ হয়েছেন মোহাম্মদ শরীফ (৩০) নামের একজন পানচাষি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, সকালে পাহাড়ের ঢালে পানের বরজে কাজ করতে যায় অপহরণের শিকার কিশোর আবছার ও গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ। এ সময় একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী কিশোর আবদুর রহমান আবছারকে ধরে নিয়ে যায়। দৌড়ে পালানোর সময় গুলিবিদ্ধ হন মোহাম্মদ উল্লাহ। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পাঁচজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। এ সময় তিনজন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এলেও দুজন মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত