প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
টেকনাফে চুরির অভিযোগে নুরুল আমিন নামের এক যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শনিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যুবক স্থানীয় খুরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন জেলে। অর্থের অভাবে এখনো চিকিৎসা ও আইনি সেবা বঞ্চিত রয়েছেন বলে জানা যায়।
আহত ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্যঘের থেকে মাছ শিকার করে ফেরার পথে বৃষ্টির কারণে ইদ্রিসের বাড়ির সামনে আশ্রয় নেন নুরুল আমিন। এমন সময় দা, কিরিচ নিয়ে হামলা চালায় ওই বাড়ির লোকজনেরা। এরপর প্রধান সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সাড়ে ৯ ঘণ্টা বেঁধে নানা ভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য উপস্থিত হয়ে তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
আহতের স্ক্রি শাহিনুর আক্তার জানান, তাঁর স্বামী একজন জেলে। মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে স্থানীয় ইদ্রিসের বাড়িতে অবস্থান নিলে নুরুল আলমের ছেলে ইদ্রিস তাঁর স্ত্রী আয়েশা খাতুন, তাজুল মুল্লুকের ছেলে বাবুল ও হেলাল মিলে দা, কিরিচ দিয়ে হামলা করেন। সেই সঙ্গে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
তিনি আরও জানান, টাকার অভাবে চিকিৎসা ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। প্রয়োজনীয় ব্যবস্থা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গাফফার জানান, মাছ শিকার করে আসার পথে নুরুল আমিনের ওপর নির্মমভাবে হামলা চালায় তাঁরা। এ সময় তাঁর ওপর চুরির অভিযোগ করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তারপরেও গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টেকনাফে চুরির অভিযোগে নুরুল আমিন নামের এক যুবককে ৯ ঘণ্টা বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শনিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত যুবক স্থানীয় খুরশেদ আলমের ছেলে। পেশায় তিনি একজন জেলে। অর্থের অভাবে এখনো চিকিৎসা ও আইনি সেবা বঞ্চিত রয়েছেন বলে জানা যায়।
আহত ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মৎস্যঘের থেকে মাছ শিকার করে ফেরার পথে বৃষ্টির কারণে ইদ্রিসের বাড়ির সামনে আশ্রয় নেন নুরুল আমিন। এমন সময় দা, কিরিচ নিয়ে হামলা চালায় ওই বাড়ির লোকজনেরা। এরপর প্রধান সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে সাড়ে ৯ ঘণ্টা বেঁধে নানা ভাবে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। স্থানীয় ইউপি সদস্য উপস্থিত হয়ে তাঁকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
আহতের স্ক্রি শাহিনুর আক্তার জানান, তাঁর স্বামী একজন জেলে। মাছ শিকার করে বাড়ি ফেরার পথে বৃষ্টির কারণে স্থানীয় ইদ্রিসের বাড়িতে অবস্থান নিলে নুরুল আলমের ছেলে ইদ্রিস তাঁর স্ত্রী আয়েশা খাতুন, তাজুল মুল্লুকের ছেলে বাবুল ও হেলাল মিলে দা, কিরিচ দিয়ে হামলা করেন। সেই সঙ্গে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
তিনি আরও জানান, টাকার অভাবে চিকিৎসা ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। প্রয়োজনীয় ব্যবস্থা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গাফফার জানান, মাছ শিকার করে আসার পথে নুরুল আমিনের ওপর নির্মমভাবে হামলা চালায় তাঁরা। এ সময় তাঁর ওপর চুরির অভিযোগ করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি। তারপরেও গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
২০ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
২০ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২০ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
২৪ দিন আগে