হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নলচিরা পুলিশ ফাঁড়ির পাশে শিবলু মিয়ার ঘাটে এনে জব্দ করা ওই সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়নের উত্তর পাশে মেঘনা নদী থেকে জালগুলো জব্দ করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নলচিরা ঘাটের পশ্চিম পাশে শিবলু মিয়ার ঘাট থেকে ওই সব জাল জব্দ করে নৌ-পুলিশের একটি দল। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় নদী থেকে জালগুলো তুলে এনে ঘাটে স্তূপ করে রাখা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল, ১২টি বেহুন্দী, ১০টি মশারি জাল, ১ লাখ ২০ হাজার মিটার চর ঘেরা জাল এবং পাতানোর কাজে ব্যবহার করা ২৫টি খুঁটি।
স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের হিসাবে জব্দকৃত ওই সব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা।
জব্দকৃত কিছু জাল নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেলেও অধিকাংশ তীরে পাওয়া যায়। জেলেরা নদীতে পাতানোর জন্য ওই সব জাল তীরে এনে প্রস্তুত করছিলেন। তবে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। পরে আজ সকালে জব্দ করা জালগুলো নৌ-পুলিশের কর্মকর্তা, মৎস্য অফিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, কারেন্ট জালগুলো নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেছে। বেহুন্দী, মশারি ও চরঘেরা জাল নলচিরা ঘাটের পশ্চিম পাশে একটি মাছঘাটে পাওয়া যায়। জেলেরা ওই সব জাল রাতে নদীতে নামানোর জন্য প্রস্তুত করছিলেন।
ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, যেকোনো অবৈধ জালের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিদিন আমাদের দুটি টিম ভিন্ন ভিন্ন সময়ে নদীতে দায়িত্ব পালন করে।
নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার নলচিরা পুলিশ ফাঁড়ির পাশে শিবলু মিয়ার ঘাটে এনে জব্দ করা ওই সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়নের উত্তর পাশে মেঘনা নদী থেকে জালগুলো জব্দ করা হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নলচিরা ঘাটের পশ্চিম পাশে শিবলু মিয়ার ঘাট থেকে ওই সব জাল জব্দ করে নৌ-পুলিশের একটি দল। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় নদী থেকে জালগুলো তুলে এনে ঘাটে স্তূপ করে রাখা হয়। জব্দকৃত জালের মধ্যে রয়েছে ১ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল, ১২টি বেহুন্দী, ১০টি মশারি জাল, ১ লাখ ২০ হাজার মিটার চর ঘেরা জাল এবং পাতানোর কাজে ব্যবহার করা ২৫টি খুঁটি।
স্থানীয় ব্যবসায়ী ও জেলেদের হিসাবে জব্দকৃত ওই সব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯০ হাজার টাকা।
জব্দকৃত কিছু জাল নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেলেও অধিকাংশ তীরে পাওয়া যায়। জেলেরা নদীতে পাতানোর জন্য ওই সব জাল তীরে এনে প্রস্তুত করছিলেন। তবে নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান। পরে আজ সকালে জব্দ করা জালগুলো নৌ-পুলিশের কর্মকর্তা, মৎস্য অফিসের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, কারেন্ট জালগুলো নদীতে পাতানো অবস্থায় পাওয়া গেছে। বেহুন্দী, মশারি ও চরঘেরা জাল নলচিরা ঘাটের পশ্চিম পাশে একটি মাছঘাটে পাওয়া যায়। জেলেরা ওই সব জাল রাতে নদীতে নামানোর জন্য প্রস্তুত করছিলেন।
ফাঁড়ির ইনচার্জ আরও বলেন, যেকোনো অবৈধ জালের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি। প্রতিদিন আমাদের দুটি টিম ভিন্ন ভিন্ন সময়ে নদীতে দায়িত্ব পালন করে।
রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
১৫ দিন আগেপরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
১৫ দিন আগেরাজধানীর গেণ্ডারিয়ায় গত দুই মাসে দুই অটোরিকশা চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। পৃথক এই দুই ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন সময় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৫ দিন আগেপাবনার পদ্মা নদী থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে ১২ বছরের এক কিশোর এবং ২২ বছরের এক তরুণীর অর্ধগলিত দুইটি মরদেহ উদ্ধার করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ি। উদ্ধারের দুইদিনেও কোনো পরিচয় পাওয়া যায়নি। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।
১৯ দিন আগে